বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২ ০০:০০ টা

মেসির পর রোনালদোরও বিদায়

চ্যাম্পিয়ন্স লিগে নেই দুই তারকা

ক্রীড়া ডেস্ক

মেসির পর রোনালদোরও বিদায়

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ যুগে তিনটি ইংলিশ ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে। লিভারপুল, ম্যানইউ এবং চেলসি। তিনটি ক্লাবকেই নকআউট পর্ব থেকে বিদায় করার বিরল নজির গড়ল স্প্যানিশ ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদ। মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর দ্বিতীয় লেগে ওল্ড ট্র্যাফোর্ডে ম্যানইউকে ১-০ গোলে হারিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। জয়সূচক গোলটি করেন রেনান লোডি (৪১)। প্রথম লেগে অ্যাটলেটিকোর মাঠে দুই দল ১-১ ড্র করেছিল।

অ্যাটলেটিকো মাদ্রিদ ২০১৩-১৪ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে ফাইনাল খেলে। সেবার ফাইনালে তারা পরাজিত হয় রিয়াল মাদ্রিদের কাছে। তবে সেমিফাইনাল থেকে বিদায় করে চেলসিকে। দুই লেগে ৩-১ ব্যবধানে অ্যাটলেটিকো পরাজিত করে চেলসিকে। ২০১৯-২০ মৌসুমে লিভারপুলকে শেষ ষোলো থেকে বিদায় করে অ্যাটলেটিকো।

 

সর্বশেষ খবর