শিরোনাম
মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

ভালো খেলেও রাসেলের ড্র

ক্রীড়া প্রতিবেদক

বসুন্ধরা কিংস অ্যারিনায় শেখ রাসেল ক্রীড়া চক্র ও রহমতগঞ্জ ম্যাচ ১-১ ড্রতেই শেষ হলো। গতকাল অনুষ্ঠিত আক্রমণ-প্রতি আক্রমণের এই ম্যাচে শুরুতে এগিয়ে যায় রহমতগঞ্জ। তবে সমতায় ফিরতে দেরি করেনি শেখ রাসেল। বেশ কয়েকটি গোলের সুযোগ হাতছাড়া হওয়ায় হোম ম্যাচে জয়ের দেখা পায়নি জুলফিকার মাহমুদ মিন্টুর দল।

তিন বিদেশি ছাড়া গতকাল মাঠে নামে শেখ রাসেল ক্রীড়া চক্র। তবে স্থানীয় ফুটবলারদের সঙ্গে আইজার আকমাতভকে নিয়ে ভালোই দল সাজান কোচ মিন্টু। প্রথমার্ধ্বে বেশ কয়েকটি গোলের সুযোগও তৈরি করে। বসুন্ধরা কিংস অ্যারিনায় বসুন্ধরা কিংসের বিপক্ষে দুর্দান্ত খেলেছিল রহমতগঞ্জ। ৩-২ গোলে রহমতগঞ্জ সেই ম্যাচে হারলেও চ্যাম্পিয়নদের ঘাম ঝরিয়েছিল। গতকাল শেখ রাসেলের বিপক্ষেও দুর্দান্ত ফুটবল খেলে তারা। তবে শেখ রাসেলের ডিফেন্স রহমতগঞ্জকে রুখে দেয়। পাশাপাশি বেশ কয়েকটা গোলেরও সুযোগ তৈরি করে। ম্যাচের চতুর্থ মিনিটে ওয়ালি ফয়সালের ক্রস ডি বক্সের ভিতরে আকমাতভ ক্লিয়ার করতে না পারলে সানডে চিজোবা গোল করে রহমতগঞ্জকে এগিয়ে দেন। শেখ রাসেলের গোলরক্ষক আশরাফুল রানা এগিয়ে এসেও বল আটকিয়ে গোল বাঁচাতে পারেননি। তবে সমতায় ফিরতে সময় নেয়নি শেখ রাসেল। পঞ্চম মিনিটে গোল করেন জুয়েল। রহমত মিয়ার লম্বা থ্রো বাবলুর মাথা ছুঁয়ে জুয়েলের পায়ে পড়লে গোল করেন তিনি। চলতি লিগে এটি তার তৃতীয় গোল। এরপর এগিয়ে যাওয়ার সুযোগ পায় রহমতগঞ্জ। ম্যাচের এগারতম মিনিটে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন ফিলিপ আদজাহ। বল মারেন ক্রসবারের উপর দিয়ে। আদজাহকে বক্সের মধ্যে আশরাফুল রানা ফেলে দিলে  পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি মিজানুর রহমান। এরপর রানা দুটি দুর্দান্ত গোল সেভ করেন দ্বিতীয়ার্ধ্বে। ম্যাচের ৭০তম মিনিটে শেখ রাসেলের মান্নাফ রাব্বিকে ডি বক্সে ফেলে দেন রহমতগঞ্জের ওয়ালী ফয়সাল। রেফারি পেনাল্টির বাঁশি বাজাতে পারতেন। শেখ রাসেল পেনাল্টির আবেদনও করেছিল। তবে রেফারি তাতে কর্ণপাত করেননি। এরপরও গোলের সুযোগ পেয়েছিল শেখ রাসেল। তবে ঘরের মাঠে এক পয়েন্টেই সন্তুষ্ট থাকতে হয় মিন্টুর দলকে। এ ড্রয়ে প্রিমিয়ার লিগ ফুটবলের পয়েন্ট তালিকায় ১০ ম্যাচে ৭ পয়েন্ট সংগ্রহ করে ১০ নম্বরে অবস্থান করছে শেখ রাসেল ক্রীড়া চক্র। রহমতগঞ্জ সমান ম্যাচ খেলে ৯ পয়েন্ট সংগ্রহ করে ৮ নম্বরে অবস্থান করছে। লিগে শীর্ষে আছে বসুন্ধরা কিংস। ১০ ম্যাচ খেলে তাদের সংগ্রহ ২৫ পয়েন্ট।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর