শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

স্পট ফিক্সিং নিয়ে দুশ্চিন্তায় বাফুফে

ক্রীড়া প্রতিবেদক

স্পট ফিক্সিং নিয়ে দুশ্চিন্তায় বাফুফে

ম্যাচ বা স্পট ফিক্সিং এসব ক্রিকেটে পরিচিত দুর্নামের নাম। ফুটবলে কখনো তা শোনা যায়নি। গতবারই প্রথম পেশাদার লিগে আরামবাগের ম্যাচ ঘিরে স্পট ফিক্সিংয়ের অভিযোগ ওঠে। প্রমাণ মিলে এই অপকর্মের। ক্লাব, খেলোয়াড় ও কর্মকর্তাদের বড় শাস্তিও দেওয়া হয়েছে। এর রেশ কাটতে না কাটতে চ্যাম্পিয়ন্স লিগে ম্যাচ ও স্পট ফিক্সিং নিয়ে ক্রীড়াঙ্গন তোলপাড়। যেসব ক্লাব অভিযুক্ত তাদের কাছে বাফুফে চিঠিও পাঠিয়েছে। বিষয়টি নিয়ে ফেডারেশন নীরব থাকলেও জানা গেছে, কোন কোন ক্লাব ও কর্মকর্তারা এ অপকর্মে জড়িত, তার প্রমাণ পাওয়া গেছে। তদন্তের স্বার্থে নাম প্রকাশ করা যাচ্ছে না। দেশি ও বিদেশি সংগঠকরা এর সঙ্গে জড়িত। স্পট ফিক্সিং নিয়ে বাফুফে দুশ্চিন্তায় আছে। কেননা, এর সঙ্গে নির্বাহী কমিটির কয়েকজন সদস্য জড়িত থাকার অভিযোগ উঠেছে। এমনকি বড় কর্মকর্তারাও সন্দেহের বাইরে নয়। আরামবাগের স্পট ফিক্সিংয়ে জড়িত কর্মকর্তাদের শাস্তি হলেও কাউকে গ্রেফতার করা হয়নি। আর এ সুযোগে তারা চ্যাম্পিয়ন্স লিগের অপকর্মের সঙ্গে জড়িয়ে গেছেন। বিস্ময়ের ব্যাপার হলো, লিগ কমিটি শুরু থেকে জানত চ্যাম্পিয়ন্স লিগে ফিক্সিংয়ের কথা। তারপরও কেন নীরব ছিল সেটাই রহস্য।

সর্বশেষ খবর