শুক্রবার, ২২ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

কিংসে গাম্বিয়ান স্ট্রাইকার

ক্রীড়া প্রতিবেদক

১১ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে শীর্ষে বসুন্ধরা কিংস। হ্যাটট্রিক শিরোপা মিশনে এগিয়ে থাকলেও পথ একেবারে সহজ নয়। দ্বিতীয় পর্বে খেলতে হবে ১১ ম্যাচ। নিকটতম প্রতিদ্বন্দ্বী ঢাকা আবাহনীর চেয়ে চার পয়েন্ট এগিয়ে। তিন পয়েন্টের ম্যাচে যা আহামরি কিছু নয়। তাই তো দ্বিতীয় পর্বে দলের শক্তি বাড়াতে উড়িয়ে আনা হয়েছে নতুন বিদেশি ফুটবলার। ব্রাজিলের মিগেল ফিগে আগেই এসেছেন। চুক্তিও হয়ে গেছে তার সঙ্গে। এবার এসেছেন গাম্বিয়ার জাতীয় দলের স্ট্রাইকার ফুটবলার নুহা মারঙ। ২৮ বছর বয়সী এ ফুটবলার গাম্বিয়া ও স্পেনেরও নাগরিক।

বয়সভিত্তিক ফুটবলে স্পেনের জার্সি পরে মাঠে নামলেও জাতীয় দলে খেলেছেন গাম্বিয়ার হয়ে। আফ্রিকা নেশন্স কাপ সহ সাতটি আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তার।

স্পেনের তৃতীয় স্তরের ক্লাব ইউইকোটা ব্রাভোতে খেলা অবস্থায় বসুন্ধরায় যোগ দিয়েছেন। জনাথন ফার্নান্দেজ ইনজুরিতে দেশে ফিরে যান। বসনিয়ার স্ট্রোয়ান ব্রানিয়েসের পারফরম্যান্স ছিল হতাশাজনক। তাই নতুন বিদেশি আনা ছাড়া কিংসের বিকল্প কোনো পথ ছিল না। ঢাকা এসেই গতকাল মারঙ দেখা করেছেন কিংস সভাপতি ইমরুল হাসান ও কোচ অস্কার ব্রুজোনের সঙ্গে। ২৪ এপ্রিল স্বাধীনতার ক্রীড়া সংঘের বিপক্ষে নতুন দুই বিদেশির দেখা মিলবে।

সর্বশেষ খবর