এক দলে দুই বড় তারকা। মাশরাফি বিন মর্তুজা ও সাকিব আল হাসান এক সঙ্গে পেয়ে বদলে গেছে লিজেন্ট অব রূপগঞ্জ। মাশরাফি ক্যাপ্টেন হিসেবে দলকে সব সময় চাঙ্গা রাখেন, আর সাকিব আসায় অন্য ক্রিকেটারদের মনোবল বেড়ে গেছে। এক সঙ্গে দলে দুই বড় তারকা মাশরাফি বিন মর্তুজা ও সাকিব আল হাসানকে পাওয়ায় মুগ্ধ লিজেন্ডস অব রূপগঞ্জের কোচ আফতাব আহমেদ। তিনি বলেন, ‘মাশরাফি দলকে চাঙা করে রেখেছেন। সাকিব আসার পর তো এক্সট্রা অর্ডিনারি। সবার প্রচেষ্টা অনেক বেশি ছিল। সাকিব যেমন চ্যাম্পিয়ন, মাঠে ওর মানসিকতা ওরকমই ছিল। ওর জন্য বাকি সবার মানসিকতাও ওর মতো ছিল।’
জাতীয় দলে এক সময় আফতাবের সতীর্থ ছিলেন মাশরাফি। এক তার অধীনেই খেলছেন নড়াইল এক্সপ্রেস। সঙ্গে বিশ্বসেরা অলরাউন্ডারকে পেয়ে রূপগঞ্জের যেন চেহারাই পাল্টে গেছে। আফতাব বলেন, ‘ওরা অনেক সহায়তাপ্রবণ। মাশরাফি প্রথম থেকেই আমাকে সহযোগিতা করেছে অনেক। সাকিব এখন এসেছে, সেও একই রকম। দলে অনেক সম্পৃক্ত ও, এটা দলের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এমন নয় যে ও কেবল এলো আর গেল, বরং অনেক সম্পৃক্ত দলে। এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া।’
চলতি আসরে মোহামেডানের হয়ে খেলার কথা ছিল সাকিবের। কিন্তু মতিঝিলের দলটি সুপার লিগে উঠতে ব্যর্থ হওয়ায় লিগের বাইলজ অনুসরণ করে লিজেন্ডস অব রূপগঞ্জে যোগ দেন সাকিব। শ্রীলঙ্কা সিরিজের আগে নিজেকে প্রস্তুত করতে রূপগঞ্জ হয়ে খেলে প্রস্তুতি সারছেন বিশ্বসেরা অলরাউন্ডার।