এশিয়া কাপ হকিতে বাংলাদেশ কখনো সেমিফাইনাল খেলেনি। এবারও শিরোপা লড়াইয়ে নেই। গ্রুপে ওমানের বিপক্ষে জয় পেলেও দক্ষিণ কোরিয়া ও মালয়েশিয়ার কাছে হেরে স্বপ্ন শেষ হয়ে গেছে। তবুও আজ বাংলাদেশ অন্য এক ফাইনাল খেলছে। জিতলে ইতিহাসও গড়ে ফেলবে। গতকাল জার্কাতায় বাংলাদেশ ৪-২ গোলে হারিয়েছে ইন্দোনেশিয়াকে। এ জয়ে আশরাফুলরা পঞ্চম স্থানে আজ পাকিস্তানের মুখোমুখি হবে। আসরে বাংলাদেশের সর্বোচ্চ প্রাপ্তি ছয়ে থাকা। ইন্দোনেশিয়াকে হারানোয় এবারও তা নিশ্চিত হয়েছে। পাকিস্তানকে হারাতে পারলেই প্রথম বারের মতো পঞ্চম হবে। তা কি সম্ভব, পাকিস্তানকে হারানোর রেকর্ড নেই। আজ তার ব্যতিক্রম ঘটলে তা হবে বাংলাদেশের হকির সেরা প্রাপ্তি।