মার্কিন যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে সময় কাটিয়ে দলের সঙ্গে যোগ দিয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান। তিনি খেলছেন না তিন দিনের প্রস্তুতি ম্যাচ। কুলিজ ক্রিকেট ক্লাব মাঠে প্রস্তুতি ম্যাচের প্রথম দিনটি পুরোপুরি নিজের করে নিয়েছেন তামিম ইকবাল। ওয়েস্ট ইন্ডিজ বোর্ড প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে নিজের শততম প্রথম শ্রেণির ম্যাচে সেঞ্চুরি করেছেন টাইগার ওয়ানডে অধিনায়ক। প্রথম দিন তামিমের সেঞ্চুরিতে ৮২.৫ ওভারে ৬ উইকেটে ২৭৪ রান করেছে বাংলাদেশ। তামিম ব্যাট করছেন ১৪০ রানে। হাফসেঞ্চুরির ইনিংস খেলেছেন নাজমুল হোসেন শান্ত ও নুরুল হাসান সোহান করেছেন ৩৫ রান। ফের হতাশ করেছেন মুমিনুল হক। শূন্য রানে ফিরেছেন সাজঘরে। সাবেক অধিনায়ক টানা ব্যর্থতা কাটিয়ে রানে ফিরবেন, এটাই ভাবছেন টিম ম্যানেজমেন্ট। নির্বাচক প্যানেলের অন্যতম সদস্য ও টাইগারদের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন বলেন, ‘৩ নম্বর পজিশনে ব্যাট করা খুবই গুরুত্বপূর্ণ। মুমিনুল সব সময়ই টেস্টে রান করে আসছে। এই মুহূর্তে ও ফর্মে নেই। এটা দলের জন্য একটি অবশ্যই বাড়তি চাপ। ফর্মে ফেরাটা খুবই গুরুত্বপূর্ণ। অনুশীলন ম্যাচে রান করলেও তো খুবই ভালো হতো। আত্মবিশ্বাস নিয়ে টেস্টে ফিরত। এখন অপেক্ষা করতে হবে।’ ভুল বলেননি নির্বাচক। মুমিনুলসহ দলের মূল একাদশের অধিকাংশ ব্যাটারই ছন্দে নেই। হজের জন্য ছন্দে ফেরা মুশফিকুর রহিম খেলছেন না সিরিজে। তার অভাব বোধ করবে সাকিব বাহিনী। শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম ও মিরপুরে টানা সেঞ্চুরি করেছেন মুশফিক।
মিরপুর টেস্টের উভয় ইনিংসে শূন্য করেছিলেন তামিম। সেই ধাক্কা সামলে সেঞ্চুরি করেন। ১৪০ রানের ইনিংসটি খেলেন ২৪০ বলে ১৯ চার ও এক ছক্কায়। ৫৪ রান করেন নাজমুল হোসেন শান্ত ৯৯ বলে ৯ চারে। শেষ দিকে সোহান ৩৫ রান করেন। মুমিনুল হতাশ করেই চলেছেন। চলতি বছর ৬ টেস্টের ১১ ইনিংসে একটি মাত্র হাফসেঞ্চুরি করেন মুমিনুল। মাউন্ট মঙ্গুনাইয়ে ঐতিহাসিক জয়ের টেস্টে ৮৮ রানের পর দুটি ম্যাচে দুই অংকের রান করেন। ১৩* ও ৩৭। পরের ৭ ইনিংসে তার স্কোরগুলো ০, ২, ৬, ৫, ২, ৯ ও ০। প্রস্তুতি ম্যাচেও করেন ০। খেলেন মাত্র ৬ বল। নতুন বলে তামিমের সঙ্গী মাহামুদুল হাসান জয়ও ফিরেছেন ০ রানে। মিরপুর টেস্টের রান নেই তার। ৬ টেস্টের ১০ ইনিংসে ৪টিই ০। নতুন বলে সুইংয়ের বিপক্ষে একজন ওপেনারের এমন পারফরম্যান্স অবশ্যই চিন্তার। টিম ম্যানেজমেন্ট এবার এন্টিগায় টেস্টের জন্য চিন্তা করছেন নুরুল হাসান সোহানকে। যিনি প্রস্তুতি ম্যাচের প্রথম দিন করেছেন ৩৫ রান। ফর্মে থাকা লিটন দাস করেন ৪ রান।