শুক্রবার, ১৭ জুন, ২০২২ ০০:০০ টা

আলভেজের বার্সেলোনা অধ্যায় শেষ

ক্রীড়া ডেস্ক

লিওনেল মেসি, জাভি হার্নান্দেজ, জেরার্ড পিকে, ইনিয়েস্তাদের সঙ্গে সমোচ্চারিত হতো ড্যানি আলভেজের নাম। ব্রাজিলিয়ান এই রাইট ব্যাক কিংবদন্তি হয়ে উঠেছিলেন কাতালান ক্লাবটির। ২০১৬ সালে কর্তৃপক্ষের সঙ্গে বনিবনা না হওয়ায় প্রথমবার ক্লাব ছাড়তে বাধ্য হন। যোগ দেন ইতালিয়ান ক্লাব জুভেন্টাসে। ইতালিয়ান ক্লাবে এক মৌসুম খেলে যোগ দেন ফ্রেঞ্চ ক্লাব পিএসজিতে। সেখান থেকে ফিরে যান স্বদেশে। যোগ দেন সাওপাওলোতে। কিন্তু বেতন নিয়ে বনিবনা না হওয়ায় ছেড়ে দেন সাওপাওলো। তখনই তার পুরনো সতীর্থ জ্যাভি হার্নান্দেজ দায়িত্ব নেন বার্সেলোনার। দায়িত্ব নিয়ে ঘরের ছেলে আলভেজকে ফিরিয়ে আনেন ক্লাবে। ৩৮ বছর বয়সী ব্রাজিলিয়ান তারকা আলভেজের দ্বিতীয় অধ্যায় শুরু হয় বার্সায় গত নভেম্বরে। এবার সেই অধ্যায় শেষ হলো ৩৯ বছর বয়সী ব্রাজিলিয়ানের। দ্বিতীয় অধ্যায়ে মাত্র ১৬টি ম্যাচ খেলেন আলভেজ। বিদায় বেলায় আলভেজ আবেগঘন বার্তায় বার্সেলোনার শুভকামনা করেন, ‘এই ক্লাবের হয়ে ৮ বছর নিজেকে বিলিয়ে দেওয়ার পর বিদায়ের সময় হয়েছে।

আমি ধন্যবাদ জানাই সব স্টাফকে। এই ক্লাবের জার্সি গায়ে খেলার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ।’ ৮ বছরের প্রথম পর্বে আলভেজ ৩৯১টি অফিসিয়াল ম্যাচ খেলেন। প্রথম পর্বে তিনি জেতেন ৬টি  লা লিগা, ৩টি চ্যাম্পিয়ন্স লিগ, ৩টি ক্লাব বিশ্বকাপসহ অনেকগুলো ট্রফি।

সর্বশেষ খবর