মঙ্গলবার, ২৮ জুন, ২০২২ ০০:০০ টা

টেস্ট সংস্কৃতি গড়ে উঠতে সময় লাগবে

নাজমুল হাসান পাপন

ক্রীড়া প্রতিবেদক

টেস্ট সংস্কৃতি গড়ে উঠতে সময় লাগবে

বাংলাদেশ ওয়ানডেতে যতটা ভালো দল ততটা নয় টেস্টে। ২২ বছরে জয় মাত্র হাতে গোনা কয়েকটি। তারপরও হতাশ হওয়ার কিছু নেই বলে মনে করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি বলেন, ‘টেস্ট সংস্কৃতি গড়ে উঠতে সময় লাগবে। ভারতের প্রায় ২৬ বছর লেগেছিল প্রথম ম্যাচ জিততে এত অস্থির হলে হবে না। আপনারা আরেকটা ব্যাপার দেখেন, টেস্টের বিশ্ব চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড। তারা বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পরে ৮টির মধ্যে মাত্র ২টি সিরিজ (ম্যাচ) জিততে পেরেছে। তার মানে কি নিউজিল্যান্ড খারাপ দল হয়ে গেল?’ বোর্ড সভাপতি মনে করেন, বাংলাদেশ টেস্টে সেভাবে সাফল্য না পেলেও পিছিয়েছে একথা বলার উপায় নেই। তিনি বলেন, ‘আমাকে যদি ২২ বছরের কথা বলেন, আমরা দেশের মাটিতে জেতা শুরু করেছি। তার মানে সবগুলো যে জিতে যাব, তা নয়। আমরা কয়েকটি টেস্ট ম্যাচ জিতেছি দেশের মাঠে, শক্তিশালী দলের সঙ্গে। এটা একটা উন্নতি। তবে এখনো অনেক পথ যেতে হবে টেস্টে, অনেক পথ বাকি। সেটা নিয়ে আমরা কাজ করছি।’

সর্বশেষ খবর