উইম্বলডনে মেয়েদের এককে দশম বাছাই ব্রিটিশ তরুণী এমা রাডুকানু দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছেন। প্রথম রাউন্ডে তিনি বেলজিয়ামের অ্যালিসনকে ৬-৪, ৬-৪ গেমে উড়িয়ে দিয়েছেন। দ্বিতীয় রাউন্ডে রাডুকানু মুখোমুখি হবেন ফ্রান্সের ক্যারোলিন গার্সিয়ার।
এদিকে ছেলেদের এককে প্রথম রাউন্ডের বাধা পাড়ি দিয়েছেন শীর্ষ বাছাই নোভাক জকোভিচ। দ্বিতীয় রাউন্ডে উঠার পথে তিনি চার সেটের লড়াইয়ে হারিয়েছেন দক্ষিণ কোরিয়ার কেউন সুন উকে। উইম্বলডনে এটি জকোভিচের ৮০তম জয়। উইম্বলডনে ১০৫ ম্যাচ জিতে শীর্ষে আছেন সুইস তারকা রজার ফেদেরার। জকোভিচ দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করার পর বলেছেন, ‘৮০ ম্যাচ জিতেছি এখানে। এবার ১০০ জয় চাই।’ সেঞ্চুরি করলেও ফেদেরারকে স্পর্শ করতে হলে অনেক অপেক্ষা করতে হবে জকোভিচকে।
এছাড়াও মেয়েদের এককের শীর্ষ বাছাই পোলিশ মেয়ে ইগা সোয়াটেক শুভসূচনা করেছেন উইম্বলডনে। গতকাল প্রথম রাউন্ডে তিনি ৬-০, ৬-৩ গেমে হারিয়েছেন ক্রোয়েশিয়ার হানা ফেটকে। দ্বিতীয় রাউন্ডে নেদারল্যান্ডসের লেসলির মুখোমুখি হবেন সোয়াটেক। গতকাল মেয়েদের এককে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছেন পঞ্চম বাছাই মারিয়া সাক্কারি, অ্যাঞ্জেলিক কারবার ও বারবারা ক্রেজিকোভা। তবে প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছেন সুইস মেয়ে বেলিন্ডা বেনচিচ।