সোমবার, ১৮ জুলাই, ২০২২ ০০:০০ টা

জিতলেই হ্যাটট্রিক চ্যাম্পিয়ন বসুন্ধরা

ক্রীড়া প্রতিবেদক

জিতলেই হ্যাটট্রিক চ্যাম্পিয়ন বসুন্ধরা

মুন্সীগঞ্জ জেলা থেকে অসংখ্য ফুটবলারের সন্ধান মিলেছে। ঘরোয়া ও আন্তর্জাতিক আসরে এরা মাঠও কাঁপিয়েছেন। কিন্তু অযত্ন ও অবহেলায় এ জেলায় এখন ফুটবল চর্চা বন্ধই বলা যায়। তবে এ মুন্সীগঞ্জই আজ জেগে উঠতে পারে নতুন রূপে। এখানে ঘরোয়া ফুটবলে নতুন এক ইতিহাস সৃষ্টি হতে পারে। এ থেকেই রেকর্ড বুকে ঠাঁই পাবে মুন্সীগঞ্জের নাম। আজ বীরশ্রেষ্ঠ শহীদ মতিউর রহমান স্টেডিয়ামে মুখোমুখি হবে বসুন্ধরা কিংস ও সাইফ স্পোর্টিং। বিকাল ৪ টায় ম্যাচটি শুরু হবে। ১৯ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে কিংস। সেক্ষেত্রে আজ জিতলেই টানা তিন অর্থাৎ হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হবে ফুটবল কিং বসুন্ধরা কিংস। ঢাকা আবাহনী সমান ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে। বসুন্ধরা জিতলে ২০ ম্যাচে দাঁড়াবে ৫১। আবাহনী বাকি তিন ম্যাচ জিতলে হবে ৫০।

আজই শিরোপা নিশ্চিত করতে চায় বসুন্ধরা। তবে প্রতিপক্ষ সাইফ বলেই একটু চিন্তা তো থাকবেই। ১৯ ম্যাচে ৩৪ পয়েন্টে গোল পার্থক্য তৃতীয় অবস্থানে আছে তারা। অথচ প্রথম লেগে ছন্দহীন পারফরম্যান্সে বেশ পিছিয়ে ছিল। দ্বিতীয় লেগে সাইফ যেন অপ্রতিরোধ্য। মুন্সীগঞ্জ তাদের হোম ভেন্যু। এখানেই ঢাকা আবাহনীকে ৪-২ গোলে হারায় তারা। চাঙা মনোবল নিয়ে আজও ঘরে মাঠে প্রতিপক্ষকে চ্যালেঞ্জ জানাবে। বসুন্ধরা সেই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। আজই শিরোপা নিশ্চিত করতে চায় তারা। আগের দুই ম্যাচে মোহামেডান ও চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে কিংস তাদের চেনা চেহারাটা ধরে রাখতে পারেনি। আজ কিংস চাইবে সেরাটা দিতে। প্রথম লেগে কিংস অ্যারিনায় বসুন্ধরা ৪-৩ গোলে হারায় সাইফকে।

২০১৮-২০১৯ মৌসুমে বসুন্ধরা অভিষেক আসরেই চ্যাম্পিয়ন হয়ে ঘরোয়া ফুটবলে নতুন ইতিহাস লিখে। সেবার নীলফামারীতে দ্বিতীয় লেগে মোহামেডানের বিপক্ষে ১-১ ড্র করে দুই ম্যাচ আগেই চ্যাম্পিয়ন হয়ে যায় কিংস। ২০১৯-২০২০ মৌসুমে করোনাভাইরাসে লিগ বাতিল হয়ে যায়। ২০২০-২০২১ মৌসুমে বসুন্ধরা টানা দ্বিতীয় লিগ জিতে। সেবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শেখ জামাল ধানমন্ডিকে ২-০ গোলে হারিয়ে চার ম্যাচ আগেই চ্যাম্পিয়ন কিংস।

নীলফামারী থেকে ঢাকা। এবার তাহলে মুন্সীগঞ্জেই কি বিজয়ের পতাকা উড়াবে কিংস। চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন কণ্ঠে মুখরিত হয়ে উঠবে কী মতিউর রহমান স্টেডিয়াম?

সর্বশেষ খবর