সোমবার, ১৮ জুলাই, ২০২২ ০০:০০ টা

বিপিএলের তিন বছরের সূচি ঘোষণা

ক্রীড়া প্রতিবেদক

বিপিএলের তিন বছরের সূচি ঘোষণা

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আগামী ৩ বছরের বিপিএলের সূচি ঘোষণা করেছে। গতকাল বিসিবির পরিচালনা পর্ষদের সভায় বিপিএলের আগামী তিন মৌসুমের সূচি চূড়ান্ত করে। এ বছর অষ্টম আসর বসেছিল জানুয়ারি। ২০২৩ সালের ৫ জানুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে বিপিএলের নবম আসর। দশম আসর বসবে ২০২৪ সালের ৬ জানুয়ারি থেকে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত এবং একাদশ আসরের তারিখ ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত। ফ্র্যাঞ্চাইজিগুলোকে ৩ বছরের জন্য দল দিবে। আসরের দলের সংখ্যা ৭টি। বিপিএল নিয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘আগামী ৩ বছরে বিপিএল কখন হবে, সেটা নির্ধারণ করা হয়েছে। ফ্র্যাঞ্চাইজিগুলোকে ৩ বছরের জন্য দল দেব। টুর্নামেন্ট হবে ৭ দলের। যেহেতু তারিখ চূড়ান্ত হয়েছে, এক সপ্তাহের মধ্যে বাকি প্রক্রিয়া দ্রুত শেষ হয়ে যাবে। সব আগের মতো থাকবে না, কিছু কিছু পরিবর্তন আসতে পারে। আমরা সব বিষয়গুলো পরিষ্কার করেই বিজ্ঞাপন দেব। টার্মস ও কন্ডিশনগুলো কিছুদিনের মধ্যেই নির্ধারণ হয়ে যাবে।’ গত বছর ৬ দলের বিপিএল আয়োজন করা হয়েছিল বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে। 

সর্বশেষ খবর