সোমবার, ১৮ জুলাই, ২০২২ ০০:০০ টা

লেবানডস্কিকে নিয়ে শক্তি বাড়াল বার্সা

ক্রীড়া ডেস্ক

লেবানডস্কিকে নিয়ে শক্তি বাড়াল বার্সা

মৌখিক চুক্তিটা আগেই ঠিক হয়েছিল। এবার সবকিছু পাকাপাকি হয়ে গেল। বার্সেলোনায় নাম লেখাচ্ছেন পোলিশ তারকা রবার্ট লেবানডস্কি। বায়ার্ন মিউনিখের সঙ্গে আগেই সব সম্পর্ক শেষ করেছিলেন তিনি। জানিয়েছিলেন, আর বায়ার্ন মিউনিখে খেলবেন না। বার্সেলোনায় যোগ দিতে চান বলেও জানিয়েছিলেন। তার ইচ্ছেই পূরণ হলো। ৫০ মিলিয়ন ইউরোতে বার্সেলোনায় এলেন তিনি। ২০১৪ সালে বুরুসিয়া ডর্টমুন্ড থেকে বায়ার্ন মিউনিখে যোগ দেন লেবানডস্কি। এরপর ৩৭৪ ম্যাচ খেলে করেন ৩৪৪ গোল। ক্লাবের ইতিহাসে তার চেয়ে বেশি গোল আছে কেবল গার্ড মুলারের (৫৬৩ গোল)। রবার্ট লেবানডস্কিকে দলে নিয়ে শক্তি বাড়াল গত মৌসুমে ধুঁকতে থাকা বার্সেলোনা। লিওনেল মেসি চলে যাওয়ার পর লিগে শীর্ষ চারে টিকে থাকাই কঠিন হয়ে যায় কাতালানদের জন্য। তবে মাঝপথে দলের দায়িত্ব কাঁধে নিয়ে চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনাকে টিকিয়ে রাখেন সাবেক তারকা ফুটবলার জাভি হার্নান্দেজ। মেমফিমস ডিপেই আর অবামেয়াঙদের দলে নিয়ে শক্তি বাড়ানোরও চেষ্টা করে বার্সা। তবে সর্বোচ্চ পর্যায়ে প্রতিযোগিতা করার যোগ্যতা হারিয়েছিল দলটি। লেবানডস্কিকে দলে নিয়ে সেই অভাবই দূর করার চেষ্টা করল বার্সেলোনা। আক্রমণভাগে এবার কাতালানরা প্রতিপক্ষকে কাবু করার অস্ত্র পেয়ে গেল!

সর্বশেষ খবর