সোমবার, ১৮ জুলাই, ২০২২ ০০:০০ টা

নতুন রূপে রবসন

ক্রীড়া প্রতিবেদক

নতুন রূপে রবসন

২০২০ সাল থেকেই খেলছেন বসুন্ধরা কিংসে। বলছি, ব্রাজিলিয়ান ফুটবলার রবসন রবিনহোর কথা। শুরু থেকেই চমক দেখিয়ে চলেছেন। দলকে উপহার দিয়েছেন ফেডারেশন কাপ ও লিগ শিরোপা। গতবার সর্বোচ্চ গোলদাতার পাশাপাশি লিগের সেরা খেলোয়াড়ও হয়েছেন। আজই পুনরায় কিংসকে এনে দিতে পারেন শিরোপা। মুন্সীগঞ্জে সাইফকে হারাতে পারলেই ইতিহাস গড়ে চতুর্থ দল হিসেবে বসুন্ধরা হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হবে। আগের দুই ম্যাচে মোহামেডানের বিপক্ষে ড্র ও চট্টগ্রাম আবাহনীকে হারায় কিংস। সত্যি বলতে কী দুটো ম্যাচেই রবসনের সেই ম্যাজিক দেখা যায়নি।

আজকের ম্যাচেও রবসন দলের মূল ভরসা। ক্যাপ্টেন্সির আর্ম ব্র্যান্ড পরে মাঠে নামবেন। চেনা হলেও রবসনের দেখা মিলবে নতুন রূপে। যোগ্যতার পুরস্কার হিসেবে কিংস ম্যানেজমেন্ট তাকে আরও দু বছর রেখে দিয়েছেন। ক্লাব সভাপতি ইমরুল হাসানের উপস্থিতি নতুন চুক্তিতে স্বাক্ষর করেছেন তিনি। নতুন চুক্তিতে উজ্জীবিত রবসন। দল থেকে সব সুযোগ-সুবিধা পাচ্ছেন- তা রবসনই স্বীকার করেছেন। দল যখন ইতিহাসের দ্বারপ্রান্তে তখন রবসন আর চুপ থাকতে পারেন না। ম্যাচ জিততে সেরাটা দিতেই প্রস্তুত। সতীর্থদেরও জাগিয়ে তোলার দায়িত্ব তারই। চেনা তবু নতুন রবসন কী পারবেন আজই দলের শিরোপা নিশ্চিত করতে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর