সোমবার, ১৮ জুলাই, ২০২২ ০০:০০ টা

কমনওয়েলথ গেমসে বাংলাদেশের পতাকা বহন করবেন মাবিয়া

ক্রীড়া প্রতিবেদক

কমনওয়েলথ গেমসে বাংলাদেশের পতাকা বহন করবেন মাবিয়া

২৮ জুলাই বার্মিংহামে ২২তম কমনওয়েলথ গেমসের পর্দা উঠবে। যা শেষ হবে ৮ আগস্ট। অ্যালেক্সান্ডার স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে মার্চ পাস্টে বাংলাদেশের পতাকা বহন করবেন ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত। বাংলাদেশ অ্যাথলেটিক্স, বক্সিং, জিমন্যাস্টিকস, সাঁতার, ভারোত্তোলন, কুস্তি ও টেবিল টেনিসে অংশ নেবে। গেমস ইতিহাসে দুবার শুটিংয়ে সোনা জিতলেও এবার এই ইভেন্টে অংশ নেবে না বাংলাদেশ। আর্চারিরেতেও থাকছে না। তাই গেমসে বাংলাদেশের পদক জয়ের সম্ভাবনা ক্ষীণ। ৩০ জন খেলোয়াড়, ১৪ জন কোচিং স্টাফ ও ছয়জন কর্মকর্তাসহ ৫০ জন বার্মিংহাম যাবেন। আগামী ২০ জুলাই থেকে পর্যায়ক্রমে যাওয়া শুরু হবে।

কমনওয়েলথ গেমস শেষের পরদিন ৯ আগস্ট থেকে তুরস্কের কর্নিয়া শহরে শুরু হবে ইসলামিক সলিডারিটি গেমস। এ গেমসে বাংলাদেশের পতাকা বহন করবেন ফ্রেঞ্চার ফাতেমা মুজিব। গেমসে বাংলাদেশ ১১টি ইভেন্টে অংশ নেবে। দুই গেমস উপলক্ষে গতকাল সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন।

সর্বশেষ খবর