উয়েফা নারী ইউরো কাপের সেমিফাইনালে সুইডেনকে উড়িয়েই দিল ইংল্যান্ড। মঙ্গলবার গভীর রাতে শেফিল্ডের ব্রামাল লেনে অনুষ্ঠিত সেমিফাইনাল ম্যাচে সুইডিশ মেয়েদেরকে ৪-০ গোলে হারিয়েছে ইংলিশ মেয়েরা। বেথ মেড (৩৪), লুসি ব্রোঞ্জ (৪৮), অ্যালেসিয়া রুসো (৬৮) এবং ফ্রান কারবি একটি করে গোল করেন ইংল্যান্ডের পক্ষে। তৃতীয়বারের মতো মেয়েদের ইউরো কাপে ফাইনাল নিশ্চিত করল ইংল্যান্ড। এর আগে ১৯৮৪ সালে প্রথমবার অনুষ্ঠিত নারী ইউরো কাপে ফাইনাল খেলে ইংলিশ মেয়েরা। সেবার সুইডেনের কাছে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে পরাজিত হয় ইংল্যান্ড। এরপর ২০০৯ সালে ফিনল্যান্ডের অনুষ্ঠিত ইউরো কাপেও ফাইনাল খেলে ইংলিশ মেয়েরা। সেবার ফাইনালে তারা জার্মানির কাছে ৬-২ গোলে পরাজিত হয়। তৃতীয়বারের মতো ফাইনাল খেলে শিরোপা স্পর্শ করতে পারবে ইংল্যান্ড? ৩১ জুলাই ফাইনালে ইংলিশরা জার্মানি অথবা ফ্রান্সের মেয়েদের মুখোমুখি হবে।