শনিবার, ৩০ জুলাই, ২০২২ ০০:০০ টা

পাঁচ সিনিয়র ছাড়াই খেলছেন টাইগাররা

ক্রীড়া প্রতিবেদক

পাঁচ সিনিয়র ছাড়াই খেলছেন টাইগাররা

ক্রিকেটকে আনুষ্ঠানিক বিদায় জানাননি মাশরাফি বিন মর্তুজা। আন্তর্জাতিক অঙ্গনে না খেললেও ঘরোয়া ক্রিকেটে খেলছেন তিনি। বাংলাদেশের যে পাঁচ ক্রিকেটারকে ‘পঞ্চপা-ব’ বলা হয়। তাদের একজন মাশরাফি। তিনি টাইগারদের হয়ে না খেললেও বাকি চার ক্রিকেটার সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদ এখনো খেলছেন। তবে এই চার ক্রিকেটার এখন আর নিয়মিত নন টেস্ট, ওয়ানডে ও টি-২০ ফরম্যাটে। তিন ফরম্যাটে সাকিব খেলছেন। মাহমুদুল্লাহ টেস্ট ক্রিকেটকে বিদায় বলেছেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ টি-২০ সিরিজেও অধিনায়ক ছিলেন। ওয়ানডে খেলছেন। জিম্বাবুয়ে সফরে এবার টি-২০ ফরম্যাটে সুযোগ পাননি মাহমুদুল্লাহ। তামিম টেস্ট খেলছেন। ওয়ানডে অধিনায়ক। ওয়েস্ট ইন্ডিজ সফরের মাঝেই টি-২০ ক্রিকেটারকে বিদায় বলেন টাইগার ওয়ানডে অধিনায়ক। মুশফিকও তিন ফরম্যাটে খেলছেন। কিন্তু নিয়মিত নন। হজের জন্য ওয়েস্ট ইন্ডিজ সফরে যাননি। এবার তিনি প্রস্তুত ছিলেন জিম্বাবুয়ে সিরিজের জন্য। কিন্তু টিম ম্যানেজমেন্ট তাকে টি-২০ স্কোয়াডে নেয়নি। তবে ওয়ানডে খেলবেন। সাকিব বিশ্রাম নিয়েছেন জিম্বাবুয়ে সফর থেকে। স্মরণকালের মধ্যে এই প্রথম ‘পঞ্চপা-ব’ ছাড়া খেলতে নামছে বাংলাদেশ। পাঁচ ক্রিকেটার একত্রে টি-২০ খেলেছেন ৪৯৯ ম্যাচ। রান করেছেন ৮৬৮৩। পাঁচ ক্রিকেটার একত্রে ১১১১ ওয়ানডেতে রান করেছেন ২৭৮১১। পাঁচ ক্রিকটোর টেস্ট খেলেছেন ৩০০। রান করেছেন ১৮২৭৯। হারারেতে আজ পাঁচ সিনিয়র ক্রিকেটারকে ছাড়া টাইগারদের পারফরম্যান্স কেমন হবে, তা সময়ই বলবে?

সর্বশেষ খবর