শনিবার, ৩০ জুলাই, ২০২২ ০০:০০ টা
পেশাদার ফুটবল লিগ

বসুন্ধরা কিংস অ্যারিনাতেই ট্রফি উঁচিয়ে ধরবে কিংস

আজ কিংস অ্যারিনাতেই হ্যাটট্রিক চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস স্বপ্নের মিশন শেষ করবে। প্রতিপক্ষ গতবারের রানার্সআপ শেখ জামাল ধানমন্ডি ক্লাব

ক্রীড়া প্রতিবেদক

বসুন্ধরা কিংস অ্যারিনাতেই ট্রফি উঁচিয়ে ধরবে কিংস

বাফুফের একগুঁয়েমির কারণে বসুন্ধরা কিংস-ঢাকা আবাহনী ম্যাচের দিন ট্রফি বিতরণ করেনি। কিংস চিঠি দিয়ে জানিয়েছিল যেহেতু চ্যাম্পিয়ন ও রানার্সআপের লড়াই, তাই দুই দলকেই ট্রফি দেওয়া হোক। সালাম মুর্শেদীর নেতৃত্ব দেওয়া লিগ কমিটি তা মানেনি। তবুও দর্শকভরা গ্যালারিতে ম্যাচ হয়েছে। যাক চ্যাম্পিয়নের ট্রফি কিংস ঠিকই উঁচিয়ে ধরবে কিংস অ্যারিনায়। আজ কিংস অ্যারিনাতেই হ্যাটট্রিক চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস স্বপ্নের মিশন শেষ করবে। প্রতিপক্ষ গতবারের রানার্সআপ শেখ জামাল ধানমন্ডি ক্লাব। বিকাল ৪টায় ম্যাচ শুরু। ফিকশ্চারে ম্যাচটি ছিল মুন্সীগঞ্জ স্টেডিয়ামে। শেখ জামালের আবেদনের পরিপ্রেক্ষিতে ম্যাচটি হচ্ছে কিংস অ্যারিনায়। এ জন্য শেখ জামাল প্রশংসিতও হচ্ছে। তবু এ নিয়েও নাটক করেছে বাফুফে।

ম্যাচটি যে কিংস অ্যারিনায় হচ্ছে সন্ধ্যা পর্যন্ত বাফুফে জানায়নি। কিংসের সভাপতি ইমরুল হাসান জানান, ম্যাচটি হবে কিংস অ্যারিনায়। আমাদের ট্রফিও দেওয়া হবে। এবারই বসুন্ধরা গ্রুপের কিংস অ্যারিনা কিংসের হোম ভেন্যু হিসেবে স্বীকৃতি পেয়েছে। আর অভিষেকেই নিজের ভেন্যুতে হ্যাটট্রিক শিরোপার ট্রফি দর্শকদের সামনে উঁচিয়ে ধরবে তা বসুন্ধরার জন্য স্মরণীয় দিনই বলা যায়।

ম্যাচটি রাঙাতে বসুন্ধরা বিভিন্ন কর্মসূচি হাতেও নিয়েছে। হ্যাটট্রিক শিরোপা বলেই বসুন্ধরার কাছে গুরুত্ব অনেক। ওয়ান্ডারার্স, আবাহনী ও মোহামেডান এর আগে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হলেও কিংসের মতো কেউই অভিষেকে এ কৃতিত্ব অর্জন করতে পারেনি। দ্বিতীয় লেগে সাইফকে হারিয়ে দুই ম্যাচ আগেই শিরোপা নিশ্চিত করে কিংস। আবাহনীকে হারিয়ে উৎসবটা আরও রঙিন করেছে। আজ জিতলে ৫৭ পয়েন্ট নিয়ে লিগ শেষ করবে চ্যাম্পিয়ন কিংস। প্রথম লেগেও কিংস অ্যারিনায় শেখ জামালের মুখোমুখি হয় কিংস। ম্যাচটি ৩-৩-এ ড্র হয়।

সর্বশেষ খবর