মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২ ০০:০০ টা

ইসলামিক সলিডারিটি গেমসের পর্দা উঠছে আজ

ক্রীড়া প্রতিবেদক

চরম ব্যর্থতায় কমনওয়েলথ গেমসের মিশন শেষ করেছে বাংলাদেশ। আজ থেকে আবার ইসলামিক সলিডারিটি গেমসের পথ চলা শুরু। তুরস্কের কনিয়াতে এ গেমসের পর্দা উঠবে। শুধুমাত্র মুসলিম দেশগুলো গেমসে অংশ নেবে। বাংলাদেশ ১১টি ডিসিপ্লিনের পদক জয়ের জন্য লড়বে। কমনওয়েলথ গেমসে খেলা অনেক ক্রীড়াবিদই বার্মিংহাম থেকে কনিয়া উড়ে যাবেন। কমনওয়েলথ গেমসে টানা পাঁচবার পদক থেকে বঞ্চিত বাংলাদেশ। ২০০২ সালে শুটার আসিফ শেষবারের মতো সোনার পদক জিতেছিলেন।

ইসলামিক সলিডারিটি গেমসে শুধু পদক নয় একাধিক সোনা জয়ের সম্ভাবনা রয়েছে। গত গেমসে ১টি সোনা, ১টি রৌপ্য ও ১টি তামা জিতেছিল। শুটিং থেকেই এসেছিল সোনা ও রৌপ্য। দুটিই এসেছিল এয়াররাইফেল ও পিস্তলে। এবার এ দুটি ইভেন্ট না থাকলেও স্কিট শুটিংয়ে সাব্বির হাসান বা নুরুদ্দিনের সোনা জয়ের সম্ভাবনা রয়েছে। তবে তুরস্কের গেমসে মূল আশা আর্চারি ঘিরেই। দেশের সেরা আর্চার রোমান সানাও বলেছেন, ইসলামিক গেমসে আমাদের একাধিক সোনা আসতে পারে। পদকের সংখ্যা বলা মুশকিল। ভালো করব এতটুকুই বলতে পারি। এসএ গেমস বা সাফ আর্চারি চ্যাম্পিয়নশিপে আর্চারদের সোনার ছড়াছড়ি। বিশ্বকাপেও পদক রয়েছে। সেক্ষেত্রে ইসলামি সলিডারিটি গেমসে ভালো কিছু প্রত্যাশা করা যেতেই পারে। ভারোত্তলোনেও সোনার আশা করা যায়।

সর্বশেষ খবর