শুক্রবার, ১২ আগস্ট, ২০২২ ০০:০০ টা

জাতীয় দল ঘিরে দুশ্চিন্তায় বাফুফে

ক্রীড়া প্রতিবেদক

জাতীয় দল ঘিরে দুশ্চিন্তায় বাফুফে

অধিনায়কত্ব হারাতে পারেন জামাল ভূঁইয়া

ফুটবলে বাংলাদেশের বেহাল দশা কাটছেই না। শিরোপা তো দূরের কথা, ম্যাচ জেতাটাও যেন স্বপ্নে পরিণত হয়েছে। কোচ পরিবর্তন করেও লাভ হচ্ছে না। পেশাদার লিগে খেলা বিদেশিরাও এ নিয়ে হতবাক। তাদের কথা যে দেশে ফুটবল এত জনপ্রিয় সে দেশের জাতীয় দলের এমন হাল কেন? বসুন্ধরা কিংসের ব্রাজিলিয়ান তারকা রবসন রবিনহো বলেন, ‘আমি বাংলাদেশের ফুটবল উন্মাদনা দেখে সত্যিই মুগ্ধ। ফুটবল যেন বাঙালির রক্তে মিশে আছে। কোপা আমেরিকায় আর্জেন্টিনা ও ব্রাজিলের ফাইনালের সময় মনে হয়েছে ঢাকাতেই যেন খেলা হচ্ছে। এদেশে মানসম্পন্ন ফুটবলারও আছে। তারপরও জাতীয় দল পেছনে হাঁটছে কেন?’

বাফুফে নিয়ে যত সমালোচনা হোক তারাও ফুটবলের উন্নতি চান। নানামুখী পরিকল্পনা করেও লাভ হচ্ছে না। সে তুলনায় মেয়েদের ফুটবল এগিয়ে যাচ্ছে। জাতীয় দল ঘিরেই যত চিন্তা। র‌্যাঙ্কিংয়ে যেকোনো সময় দুশো ছুঁয়ে ফেলবে। এ নিয়ে ফুটবলপ্রেমীরা ক্ষুব্ধ। তাদের কথা ফুটবলে উন্নতির যেখানে লক্ষণই নেই, সেখানে ফেডারেশন থেকে লাভ কী?

মান নেই বলে এশিয়ার শক্তিশালী দেশ বাংলাদেশের বিপক্ষে খেলতে চায় না। বাংলাদেশ আগামী মাসে ফিফা উইন্ডো-আওতায় দুটি প্রীতিম্যাচ খেলবে। একটি কম্বোডিয়া আরেকটি নেপালে। বাফুফে চাচ্ছে দুটি ম্যাচ জিতে র‌্যাঙ্কিংয়ে কিছুটা উন্নতি ঘটাতে। তাও কী পারবে বাংলাদেশ? জাতীয় দল নিয়ে দুশ্চিন্তার শেষ নেই বাফুফের।

সর্বশেষ খবর