রবিবার, ১৪ আগস্ট, ২০২২ ০০:০০ টা

বাফুফের হুঁশিয়ারি কাজে আসবে কি?

ক্রীড়া প্রতিবেদক

ফিফার নিয়ম অনুযায়ী পেশাদার লিগে যারা খেলবে তাদের বয়সভিত্তিক দল থাকতেই হবে। এদের নিয়ে জুনিয়র লিগের আসর বসবে। ফিফার নির্দেশ তাই বাফুফে শুরুতে অনূর্ধ্ব-১৮ টুর্নামেন্টের আয়োজন করে। কিন্তু স্থায়ীভাবে তা আর হয়নি। অধিকাংশ ক্লাবের আগ্রহ না থাকায় বাফুফে তা ধরে রাখতে পারেনি। অথচ নিয়ম আছে যারা বয়সভিত্তিক ফুটবল খেলবে না তাদের বড় অংকের জরিমানা করা হবে। এমনকি পেশাদার লিগ থেকে বহিষ্কার হতে পারে। বাফুফে কঠিন পথে যায়নি বলে অনূর্ধ্ব ১৮ ফুটবল প্রায় বিলুপ্ত হয়ে যায়।

ফিফা পুনরায় নির্দেশ দেওয়ায় এবার বাফুফে উঠেপড়ে লেগেছে। ফেডারেশনের সিনিয়র সহসভাপতি ও লিগ কমিটির চেয়ারম্যান সালাম মুর্শিদী হুঁশিয়ারি দিয়ে বলেছেন, অনূর্ধ্ব-১৮ আসরে পেশাদার লিগে ১২টি ক্লাবকে অংশ নিতে হবে। না হলে ব্যবস্থা নেওয়া হবে। আগামী মাসেই এ খেলা মাঠে গড়ানোর কথা। অতীতে টুর্নামেন্ট হলেও এবার সিঙ্গেল লিগ ভিত্তিতে অনূর্ধ্ব-১৮ আসর হচ্ছে। প্রশ্ন হচ্ছে লিগে সব ক’টি ক্লাবকে পাওয়া যাবে কিনা। বড় ক্লাবগুলো হয়তো খেলবে। কিন্তু মাঝারি মানের দলগুলো বলছে জুনিয়র হোক। দল গড়তে তো অর্থের প্রয়োজন পড়বে তা তারা পাবে কোথায়। পেশাদার লিগ খেলতেই সব শেষ। এক্ষেত্রে বাফুফে কী ভাবছে? দলগুলোকে আর্থিক সহযোগিতা কী করা যেতে পারে না। যত দূর জানা গেছে, বয়সভিত্তিক আসরের জন্য ফিফা অনুদানও দেয়। এই অর্থ ক্লাবগুলোর মধ্যে বণ্টন করা যেতে পারে।

সর্বশেষ খবর