শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২ ০০:০০ টা

সাবিনাদের দুয়ার কি খোলা

ক্রীড়া প্রতিবেদক

সাবিনাদের দুয়ার কি খোলা

সাফ নারী বয়সভিত্তিক ফুটবলে বাংলাদেশের জয়-জয়কার। কিন্তু জাতীয় দলে তেমন সাফল্য নেই। ভারতের মেয়েরা টানা পাঁচ আসরেই চ্যাম্পিয়ন হয়েছে। বাংলাদেশের বড় প্রাপ্তি একবার রানার্স আপ। সাবিনা খাতুনরা এবার ঘুরে দাঁড়াতে চান। টার্গেট শিরোপা, সেভাবে প্রস্তুতি নিচ্ছেন মেয়েরা। তারপর আবার ভারতকে নিষিদ্ধ করায় অনেকে বলছেন, সাবিনাদের দুয়ার খোলা। ভারত না খেললে বাংলাদেশই প্রথমবারের মতো শিরোপা জিতবে। এ ব্যাপারে কোচ গোলাম রব্বানী ছোটন বলেন, ‘৬ সেপ্টেম্বর থেকে নেপালে সাফ চ্যাম্পিয়নশিপ শুরু হবে। এর মধ্যে ফিফা ভারতের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিলে তারা টুর্নামেন্টে অংশ নিতে পারবে। যদি না খেলে আমাদের দুয়ার খোলা এমনটা ভাবা ঠিক হবে না।

ছোটন আগের অনুষ্ঠিত হওয়া পাঁচ সাফ চ্যাম্পিয়নশিপের উদাহরণ টানলেন। বললেন, ভারত পাঁচ আসরেই চ্যাম্পিয়ন। নেপাল চারবার রানার্স আপ। বাংলাদেশ রানার্স আপ হয়েছে একবার। তাহলে নেপালকে আপনি কোন যুক্তিতে দুর্বল বলবেন। মালদ্বীপ বা শ্রীলঙ্কাকেও ফেলতে পারবেন না।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর