শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২ ০০:০০ টা
ক্রিকেটাঙ্গনে গুঞ্জন

পদত্যাগ করেননি ডমিঙ্গো

‘আমি মনে করি, রাসেল ডমিঙ্গোর পদত্যাগের বিষয়টি ভুল বোঝাবুঝি হয়েছে। ডমিঙ্গো আমাকে বলেছেন তিনি সেভাবে বলেননি। তিনি পদত্যাগ করেননি। তিনি জানিয়েছেন, মিডিয়ায় যেভাবে এসেছে, আমি সেভাবে বলিনি।’

ক্রীড়া প্রতিবেদক

পদত্যাগ করেননি ডমিঙ্গো

রাসেল ডমিঙ্গো

এশিয়া কাপ খেলতে সাকিব আল হাসানের নেতৃত্বে বাংলাদেশ ক্রিকেট দল এখন দুবাইয়ে। টাইগারদের হেড কোচ রাসেল ডমিঙ্গো এখন দক্ষিণ আফ্রিকায়। টি-২০ ফরম্যাট থেকে ডমিঙ্গোকে সরিয়ে দেওয়ায় তিনি মরু রাজ্যে যাননি। দক্ষিণ আফ্রিকায় পরিবারের কাছে ফিরে গেছেন। এরপর থেকেই ক্রিকেট পাড়ায় জোর গুঞ্জন, ডমিঙ্গো আর বাংলাদেশে ফিরছেন না। কোচিংও করাবেন না। এমন সংবাদের কোনো ভিত্তি নেই, নিশ্চিত করেন বিসিবি সিইও নিজামুদ্দিন চৌধুরী সুজন, ‘আমি মনে করি, রাসেল ডমিঙ্গোর পদত্যাগের বিষয়টি ভুল বুঝাবুঝি হয়েছে। ডমিঙ্গো আমাকে বলেছেন তিনি সেভাবে বলেননি। তিনি পদত্যাগ করেননি। সে জানিয়েছে, মিডিয়ায় যেভাবে এসেছে, আমি সেভাবে বলিনি।’ অবশ্য বিসিবির প্রভাবশালী একজন পরিচালক নাম না জানানোর শর্তে জানিয়েছেন ডমিঙ্গো ফিরবেন, ‘আমার সঙ্গে কথা হয়েছে ডমিঙ্গোর। সে ঘণ্টায় ৫০-৬০টি করে ফোন রিসিভ করছে। তবে আমায় জানিয়েছে, সে ফিরছে। পদত্যাগ করেনি।’ সত্যি কী পদত্যাগ করেননি ডমিঙ্গো? তিনি কী আসলেই ফিরবেন?         

ডমিঙ্গো নাটকের শুরু শ্রীরাম শ্রীধরনকে টি-২০ ক্রিকেটের ‘টেকনিক্যাল কানসালটেন্ট’ নিয়োগ দেওয়ার পর। টি-২০ ক্রিকেটে টাইগারদের পারফরম্যান্সের গ্রাফ ক্রমশ তলানিতে। হেরেই চলেছে একের পর এক সিরিজ। মাঠের লড়াইয়ে ক্রিকেটারদের আগ্রাসী মেজাজে দেখা যায় না। অথচ আগামী ৪ বছরে ৫৯টি টি-২০ ম্যাচ খেলবে টাইগাররা। ২০ ওভারের ফরম্যাটে দলের পারফরম্যান্সের গ্রাফ উপরে টেনে তুলতে বিসিবি নতুন নেতৃত্বের হাতে তুলে দিয়েছে দলকে। সাকিব অধিনায়ক ও শ্রীধরনকে টেকনিক্যাল কনসালটেন্ট করা হয়েছে টি-২০ বিশ্বকাপ পর্যন্ত। শ্রীধরনকে দায়িত্ব দেওয়ার পর বিসিবি সভাপতি নাজমুল হোসেন পাপন আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন, ডমিঙ্গো এখন থেকে টেস্ট ও ওয়ানডে ক্রিকেটে কোচিং করাবেন। ডমিঙ্গোও বিষয়টি মেনে নিয়েছেন। কিন্তু আফ্রিকায় যাওয়ার পর বিভিন্ন মিডিয়ার মুখোমুখিতে বিসিবি সম্পর্কে অনেক কথা বলেন। তিনি জানান, ক্রিকেটারদের সব সময় চাপে রাখার জন্য বিসিবি থেকে বলা হতো। তার এমন মন্তব্যের বিব্রতকর অবস্থায় পড়ে ক্রিকেট বোর্ড। বিসিবি কারণ না দর্শালেও ডমিঙ্গোর কাছে মন্তব্যের ব্যাখ্যা জানতে চাইবে। এরমধ্যেই মিডিয়ায় প্রকাশিত হয়েছে,

তিনি আর কোচিং করাতে বাংলাদেশে ফিরবেন না।

২০১৯ সালের নভেম্বরে টাইগারদের কোচ হিসেবে নিয়োগ পান ডমিঙ্গো। তার কোচিংয়ে টি-২০ ক্রিকেটে ঘরের মাঠে সিরিজ জিতেছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মতো পরাশক্তির বিপক্ষে। ভারতের মাটিতে জয় পেয়েছে। কিন্তু সর্বশেষ টি-২০ বিশ্বকাপের দ্বিতীয় পর্বে সবগুলো ম্যাচ হেরেছে। এমনকি প্রথম পর্বে স্কটল্যান্ডের কাছেও হেরেছে। টি-২০ ক্রিকেটে তার কোচিং ট্যাকটিস নিয়ে সন্তুষ্ট না হওয়ায় বিসিবি নিয়োগ দিয়েছে ভারতীয় বংশো™ভূত শ্রীরাম শ্রীধরনকে। ডমিঙ্গোকে দায়িত্ব দেওয়া হয়েছে টেস্ট ও ওয়ানডেতে। তার পদত্যাগের খবর উড়িয়ে বিসিবি সিইও বলেন, ‘আশা করছি, খুব শিগগিরই সে (ডমিঙ্গো) বোর্ডকে তার পরিকল্পনা জমা দেবে। সামনে ‘এ’ দলের একটি সফর আছে। সেখানেও সে থাকবে। পদত্যাগ কোথা থেকে এসেছে, এটা বলতে পারব না।’

‘এ’ দলে হয়ে তিনি দুবাই সফর করবেন। ভারতের বিপক্ষেও সিরিজে তিনি কোচিং করাবেন বলে বোর্ড জানিয়েছে। 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর