শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২ ০০:০০ টা

ডাক না পেয়ে ক্ষুব্ধ জীবন

ক্রীড়া প্রতিবেদক

কম্পোডিয়া ও নেপালের বিপক্ষে প্রীতি ফুটবল ম্যাচ খেলতে জাতীয় দলের কোচ হ্যাভিয়ের কাবরেরা ২৭ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছেন। সেখানে ডাক পাননি আবাহনী ফরোয়ার্ড নাবীব নেওয়াজ জীবন। এ ব্যাপারে জীবন বলেন, ‘কোচ যাদেরকে ভালো মনে করেছেন তাদেরই ক্যাম্পে ডেকেছেন। আমার প্রশ্ন হলো আমি এ তালিকায় কি ঠাঁই পাওয়ার যোগ্যতা রাখি না। একটি অনলাইনে তিনি বলেন, ‘আমি শেষ হওয়া মৌসুমে ৯ গোল করেছি। বাংলাদেশের কোনো স্ট্রাইকার কি তা পেরেছে?’ সাজ্জাদ হোসেন, মতিন মিয়া ও সুমন রেজারা অধিকাংশ ম্যাচে রিজার্ভ বেঞ্চে বসে থাকার পরও প্রাথমিক স্কোয়াডে এসেছে। তারপরও জীবনের পারফরম্যান্স কি কোচের চোখে পড়েনি। ক্যাবরেরা জীবনের ব্যাপারে ব্যাখ্যাও দিয়েছেন। কে কত গোল করেছে সেটা বিষয় নয়। একজন খেলোয়াড় হিসেবে কতগুলো ম্যাচে ছিল সেটাই বড় ব্যাপার। জীবন অবশ্যই কোয়ালিটি প্লেয়ার। সামনে যে তার সুযোগ আসবে না তাতো নয়। দলের জন্য আমাকে একটা সিদ্ধান্ত বেছে নিতে হবে। জীবন কেন আরও কয়েক জনের বাদ পড়া নিয়ে কথা উঠেছে। কেউ হয় তো কষ্টও পেয়েছে। কিন্তু কোচ হিসেবে আমি যাদের চয়েস করেছি তা দলের জন্যেই।

সর্বশেষ খবর