বুধবার, ৩১ আগস্ট, ২০২২ ০০:০০ টা

ভারতের সামনে আজ হংকং

ক্রীড়া প্রতিবেদক

চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে জিততে শেষ ওভার পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে ভারতকে। প্রতিবেশীর ১৪৭ রান টপকাতেও ঘাম ঝরেছে রোহিত শর্মা, বিরাট কোহলি, সুর্যকুমার, রবীন্দ্র জাদেজাদের। শেষ ওভারে ৬ রান দরকার হলেও প্রথম তিন বলে ম্যাচে ভালোমতোই টিকেছিল বাবর আজমের পাকিস্তান। প্রথম তিন বল ডট নিয়ে চাপে ফেলে দিয়েছিল ভারতকে। সেখান থেকে মোহাম্মদ নাওয়াজের শর্ট অব লেন্থ বলতে ফ্লাট সিক্সে খেলার যতি টানেন হার্দিক পান্ডিয়া। অবশ্য আগের ওভারে টানা বাউন্ডারিতে ভারতকে খাঁদের কিনারা থেকে ম্যাচে নিয়ে আসেন পান্ডিয়া। পাকিস্তানকে ৫ উইকেটে এশিয়া কাপের সুপার ফোর প্রায় নিশ্চিত করে ফেলেছে ভারত। আজ ‘এ’ গ্রুপের শেষ ম্যাচে নামছে আইসিসি সহযোগী দেশ হংকংয়ের বিপক্ষে। হংকংয়ের দ্বিতীয় ম্যাচ ২ সেপ্টেম্বর, প্রতিপক্ষ পাকিস্তান।

হংকং বাছাইপর্বে সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর ও কুয়েতকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন হয়েছে। টানা দ্বিতীয়বারের মতো এশিয়া কাপের চূড়ান্ত পর্বে খেলছে। ২০১৮ সালে ৫০ ওভারের এশিয়া কাপে খেলেছিল। সব মিলিয়ে দ্বীপরাষ্ট্রটি তৃতীয়বারের মতো এশিয়া কাপ খেলছে। হংকং এবারই প্রথম এশিয়া কাপে টি-২০ ফরম্যাটে খেলবে। এর আগে ভারতের বিপক্ষে দুটি ওয়ানডে খেলে হেরেছে দুটিই। ২০০৮ সালে প্রথমবার দুই দল এশিয়া কাপে মুখোমুখি হয়েছিল। প্রথমে ব্যাট করে ভারতের সংগ্রহ ছিল ৫০ ওভারে ৪ উইকেটে ৩৭৪ রান করেছিল। মহেন্দ্র সিং ধোনি অপরাজিত ১০৯ ও সুরেশ রায়না ১০১ রান করেছিলেন। পিযুস চাওলার লেগ স্পিনে হংকংয়ের ইনিংস শেষ হয়েছিল ১১৮ রানে। দুই দল সর্বশেষ পরস্পরের বিপক্ষে খেলেছিল ২০১৮ সালে। সেবার একটু লড়াই করেছিল হংকং। ভারতের ৭ উইকেটে ২৮৫ রানের জবাবে করেছিল ৮ উইকেটে ২৫৯ রান। টি-২০ ক্রিকেটে দুই দল প্রথমবার খেলবে। আজ সাবেক অধিনায়ক কোহলি ওপেন করতে পারেন কেএল লোকেশের জায়গায়। পাকিস্তানের বিপক্ষে ৩৫ রান করা কোহলি যদি আজ সেঞ্চুরি করতে পারেন, তাহলে সেটা হবে ২০১৯ সালে বাংলাদেশের বিপক্ষে নভেম্বরে কলকাতায় টেস্ট সেঞ্চুরির পর। 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর