পেশাদার ফুটবলে কর্মসূচি এখনো ঘোষণা হয়নি। এখানে বাধা হয়ে দাঁড়াতে পারে কি লিগ কমিটি। ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি সালাম মুর্শেদী লিগ কমিটির চেয়ারম্যানের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। সভাপতি কাজী সালাউদ্দিনকে লিখিতভাবে তা জানিয়ে দিয়েছেন। সালাম বলেছেন, ‘নানা ব্যস্ততার কারণে তার পক্ষে কোনোভাবেই লিগ কমিটিতে থাকা সম্ভব নয়। অবশ্য সালামের ঘোষণার আগে থেকেই বলাবলি হচ্ছিল লিগ কমিটির চেয়ারম্যানের পদে নতুন মুখের দেখা মিলবে। যেটাই হোক এই পদ এখন শূন্য আছে। নতুন চেয়ারম্যান না হওয়া পর্যন্ত কর্মসূচি ঘোষণা করা সম্ভব নয়। নতুন মুখ হিসেবে সভাপতির প্রথম পছন্দ ফেডারেশনের সহ-সভাপতি ইমরুল হাসানকে। কারণ তিনি মহানগরী লিগ কমিটির চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার পরই অনেক দিন পর পাইওনিয়ার লিগ সফলভাবে শেষ হয়েছে। প্রথম ও দ্বিতীয় বিভাগ লিগও সুষ্ঠুভাবে এগিয়ে চলেছে। এসব বিবেচনা করেই সভাপতি চেয়েছিলেন ইমরুল পেশাদার লিগ কমিটির দায়িত্ব নিক। এতে লিগে নতুনত্বও আসবে। কিন্তু ইমরুল সেই দায়িত্ব নিতে অপরাগতা প্রকাশ করেছেন। এক্ষেত্রে তাঁর যুক্তি ছিল নিজে পেশাদার লিগে জায়ান্ট দল বসুন্ধরা কিংসের সভাপতি। যা বসুন্ধরা গ্রুপের নিজস্ব ক্লাব। তারপর আবার জনপ্রিয় দুই ক্লাব শেখ রাসেল ক্রীড়াচক্র ও শেখ জামাল ধানমন্ডি পরিচালিত হয় বসুন্ধরা গ্রুপের পৃষ্ঠপোষকতায়। এক্ষেত্রে তিনি লিগ কমিটির দায়িত্ব নিলে প্রশ্ন উঠতে পারে। জানা গেছে, বাফুফের আরেক সহ-সভাপতি আতাউর রহমান ভুঁইয়াও রাজি নন।
তাহলে লিগ কমিটির চেয়ারম্যান হচ্ছেন কে? শোনা যাচ্ছিল বিতর্ক এড়াতে সালাউদ্দিন বাড়তি এ দায়িত্ব নেবেন। শুধু বাফুফে নয় সাফ ফুটবল ফেডারেশনের সভাপতিও সালাউদ্দিন। দুটি সম্মানজনক পদে থেকে উপ-কমিটির দায়িত্ব নেওয়াটা সত্যিই বেমানান। গতকাল সালাউদ্দিন জানালেন, ‘উপ হলেও এ কমিটির গুরুত্ব অনেক। স্পর্শকাতর পদ। তাই হুট করে কাউকে বসিয়ে দেওয়া ঠিক হবে না। বিষয়টি আমি গুরুত্বসহকারে দেখছি। আশা করি এক সপ্তাহের মধ্যেই নতুন কমিটি গঠন করা যাবে।’