টুর্নামেন্ট শুরুর আগেই সেরেনা উইলিয়ামস অবসরের ইঙ্গিত দিয়েছিলেন। কথা ছিল, ইউএস ওপেনই হবে তার ক্যারিয়ারের শেষ টুর্নামেন্ট। তবে নিউইয়র্কে খেলতে নেমে একের পর এক জয় পেয়ে সেরেনা উইলিয়ামস অবসরের সিদ্ধান্ত আপাতত বদলে নিতে পারেন! প্রথম ম্যাচে জয়ের পর সেরেনা বলেছেন, অবসর নিয়ে এখনো সিদ্ধান্তহীনতায় ভুগছি। গতকাল দ্বিতীয় রাউন্ডেও জয় পেয়েছেন সেরেনা। মেয়েদের এককের দ্বিতীয় বাছাই অ্যানেট কন্টাভেইটকে হারিয়েছেন তিন সেটের কঠিন লড়াইয়ে (৭-৬, ২-৬, ৬-২ গেমে)। সেরেনা নিজের চেয়ে বয়সে ১৪ বছরের ছোট কন্টাভেইটকে হারালেন। তৃতীয় রাউন্ডে তিনি অস্ট্রেলিয়ার আয়লা টমলিয়ানোভিচের মুখোমুখি হবেন।
ইউএস ওপেনে পুরুষ এককে দ্বিতীয় রাউন্ডের বাধা পাড়ি দিয়েছেন শীর্ষ বাছাই রাশিয়ার ড্যানিল মেদভেদেভ। তিনি ফ্রান্সের আর্থারকে ৬-২, ৭-৫, ৬-৩ গেমে হারিয়ে তৃতীয় রাউন্ড নিশ্চিত করেছেন। এছাড়াও পুরুষ এককের পঞ্চম বাছাই ক্যাসপার রুড, অস্ট্রেলিয়ার নিক কিরগিওস এবং ক্যারেন খাচানভ তৃতীয় রাউন্ড নিশ্চিত করেছেন। মেয়েদের এককে কানাডিয়ান তরুণী লেয়লাহ ফার্নান্দেজ দ্বিতীয় রাউন্ডে হেরেছেন লুডমিলা সামনোনোভার কাছে। মার্কিন মেয়ে কোকো গফ তৃতীয় রাউন্ডে উঠেছেন এলেনা গ্যাব্রিয়েলাকে হারিয়ে।