বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

এমবাপ্পে ম্যাজিকে পিএসজির লিভারপুল বধ

ক্রীড়া ডেস্ক

এমবাপ্পে ম্যাজিকে পিএসজির লিভারপুল বধ

চ্যাম্পিয়ন্স লিগের বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। ২৮ মে লিভারপুলকে হারিয়ে রেকর্ড ১৪ বারের চ্যাম্পিয়ন কার্লোস আনচেলোত্তির রিয়াল চ্যাম্পিয়ন্স লিগের নতুন মৌসুমে শুভ সূচনা করেছে। করিম বেনজেমা, এইডেন হ্যাজার্ড, ভিনিসিয়াস জুনিয়র, লুকা মদ্রিদের রিয়াল ৩-০ গোলে হারিয়েছে স্কটল্যান্ডের ক্লাব সেল্টিককে। চ্যাম্পিয়ন্স লিগে অপরাপর ম্যাচগুলোতে জিতেছে ম্যানচেস্টার সিটি ৪-০ গোলে সেভিয়া, ডায়নামো জাগরেভ ১-০ চেলসি, যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের শাখতার ডোনেস্ক ৪-১ আর বি লিপজিগ, লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে, নেইমারের প্যারিস সেন্ট জার্মেইন  ২-১ গোলে জুভেন্টাস, বেনফিকা ২-০ গোলে ম্যাকাবি হাইফা ও বুরশিয়া ডর্টমু- ৩-০ গোলে হারায় এফসি কোপেনহেগেনকে। রেড বুল সালজবার্গ ও এসি মিলান ম্যাচ ড্র হয়েছে ১-১ গোলে। চ্যাম্পিয়ন্স লিগের নিজেদের সূচনা ম্যাচে হেরে চেলসির চাকরি হারিয়েছেন ক্লাবটির কোচ টমাস টুখেল। চেলসি অফিশিয়াল বিবৃতি দিয়ে জানিয়েছে টুখেলকে বিদায়ের কথা।

ইউরোপ সেরার মঞ্চে সেল্টিকের বিপক্ষে এর আগে আরও দুবার মুখোমুখি হয়েছিল রিয়াল। ১৯৭৯-৮০ মৌসুমে তখনকার ইউরোপিয়ান কাপের কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে ২-০ গোলে জিতেছিল সেল্টিক। ফিরতি লেগে রিয়াল জিতেছিল ৩-০ গোলে। এবার মিলিয়ে ২-১ ব্যবধানে এগিয়ে গেল চ্যাম্পিয়ন্স লিগের সফল দলটি। পরশু রাতে গ্লাসগোতে ইনজুরি কাটিয়ে খেলতে নামেন দলের অন্যতম সেরা ফুটবলার এইডেন হ্যাজার্ড। নেমেই তিন গোলের একটি করেন। বাকি দুই গোল করেন ভিনিসিয়াস জুনিয়র ও লুকা মদ্রিচ। জিতলেও রিয়ালের কোচ আনচেলোত্তির কপালে চিন্তার ভাঁজ পড়েছে দলের সেরা স্ট্রাইকার করিম বেনজামা ইনজুরিতে। হ্যাজার্ড চ্যাম্পিয়ন্স লিগে সর্বশেষ গোল করেছিলেন ২০২০ সালের নভেম্বরে এবং রিয়ালের হয়ে গোল করেন গত জানুয়ারির পর। মদ্রিচ গোল করেন ৩৬ বছর ৩৬২ দিন বয়সে।        

গোল করেই চলেছেন আর্লিং হল্যান্ড। নরওয়ের স্ট্রাইকার হল্যান্ড চলতি মৌসুমে নাম লেখান ইংলিশ চ্যাম্পিয়ন ম্যাঞ্চেস্টার সিটির পক্ষে। সব মিলিয়ে সিটির নরওয়েজিয়ান স্ট্রাইকার চলতি মৌসুমে এখন পর্যন্ত গোল করেছেন ১২টি। ইংলিশ প্রিমিয়ার লিগে টানা দুই হ্যাটট্রিকসহ ৬ ম্যাচে গোল করেছেন ১০টি এবং চ্যাম্পিয়ন্স লিগে ২টি।

 চ্যাম্পিয়ন্স লিগে হল্যান্ডের গোল সংখ্যা ২৫টি। ‘জি’ গ্রুপে সেভিয়ার মাটিতে সেভিয়াকে উড়িয়ে দেওয়া ম্যাচে হল্যান্ড ২ গোল করেন এবং সিটির পক্ষে বাকি দুটি গোল করেন ফিল ফোডেন ও রুবেন দিয়াজ।     

হ্যাটট্রিক করার সুযোগ পেয়েছিলেন দুই দুবার। কিন্তু হ্যাটট্রিক করা হয়নি প্যারিস সেন্ট জার্মেইনের স্ট্রাইকার বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পের। যদিও এমবাপ্পের জোড়া গোলেই ‘এইচ’ গ্রুপের খেলায় পিএসজি ২-১ গোলে হারিয়েছে জুভেন্টাসকে। জুভদের পক্ষে গোল ব্যবধান কমান ওয়েস্টন ম্যাককেনি। চ্যাম্পিয়ন্স লিগে ম্যাচ শুরুর ৫ মিনিটে গোল করার কৃতিত্ব দেখিয়েছেন এমবাপ্পে। এ নিয়ে তিনি পঞ্চমবার পাঁচ মিনিটের গোল করেছেন। তার চেয়ে বেশি ৬ বার গোল করার কৃতিত্ব দেখিয়েছেন তারই ক্লাব সতীর্থ মেসি। চ্যাম্পিয়ন্স লিগে এমবাপ্পের গোল সংখ্যা ৩৫টি।     

সর্বশেষ খবর