বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

বিশ্বকাপ স্কোয়াডে সুযোগ পেয়ে কার্তিকের স্বপ্নপূরণ

আগেও বিশ্বকাপ স্কোয়াডে ছিলেন দিনেশ কার্তিক। তবে এবারের সুযোগ পাওয়াটা তার কাছে বিশেষ কিছু। বয়স ৩৮ ছুঁই ছুঁই একজন ব্যাটসম্যানের ভারতের মতো তারুণ্যনির্ভর টি-২০ দলে ফেরাটা সহজ কথা নয়!

সে কারণেই স্কোয়াডে নিজের নাম দেখে দিনেশ কার্তিক সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাসে লিখেন, ‘স্বপ্ন হলো পূরণ!’ আইপিএলে দাপুটে ব্যাটিংয়ের জন্য ভারতের টি-২০ স্কোয়াডে জায়গা করে নিয়েছেন এই মারকুটে ব্যাটসম্যান। এবার বিশ্বকাপের দলে জায়গা করে নিয়েছেন।

কার্তিক বলেন, ‘বড় কোনো টুর্নামেন্টে ভারতের জয়ের অনেক দিন হয়ে গেছে। আবার দলকে সেই সাফল্য এনে দেওয়ায় সহায়তা করতে চাই আমি। সেটির জন্য প্রয়োজন ভিন্ন ধরনের প্রস্তুতি, অনেক কিছু নিয়ে সচেতনতা।’

ভারতের ১৫ সদস্যের বিশ্বকাপ দলে জায়গা হয়নি মোহাম্মদ সামি ও তরুণ মারকুটে ব্যাটসম্যান শ্রেয়াস আইয়ারের। তাদের দুজনই রয়েছে অপেক্ষমাণ তালিকায়। দুই তারকাকে দলে না নেওয়ায় সমালোচনা হচ্ছে ভারতের বিশ্বকাপ স্কোয়াড নিয়ে।

সর্বশেষ খবর