ম্যানচেস্টার সিটিতে কিছুদিন আগে নাম লিখিয়েছেন নরওয়েজিয়ান তারকা আরলিং হলান্ড। ইংলিশ চ্যাম্পিয়নদের জার্সিতে মাত্র ৮ ম্যাচ খেলেই করেছেন ১২ গোল। ইংলিশ প্রিমিয়ার লিগে ৬ ম্যাচে করেছেন ১০ গোল। বুরুসিয়া ডর্টমুন্ড থেকে আসা এই তরুণ তারকাকে ম্যানসিটির কিংবদন্তি হিসেবেই বিবেচনা করছেন কোচ পেপ গার্ডিওলা। এবার কঠিন পরীক্ষাই দিতে হচ্ছে আরলিং হলান্ডকে। তার বিশ্ব তারকা হওয়ার পিছনে অনেক অবদান বুরুসিয়া ডর্টমুন্ডের। জার্মান এই ক্লাবে আড়াই বছর খেলেছেন তিনি। ৮৯ ম্যাচে করেছেন ৮৬ গোল। সেই বুরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষেই আজ মাঠে নামছেন তিনি। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে জি গ্রুপের ম্যাচে মুখোমুখি হচ্ছে ম্যানসিটি-ডর্টমুন্ড।
সাবেক দলের বিপক্ষে কঠিন পরীক্ষাই দিতে হবে হলান্ডকে!
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে আজ মাঠে নামছেন লিওনেল মেসি, নেইমার, কিলিয়ান এমবাপ্পেরাও। তাদের দল পিএসজি আজ মুখোমুখি হবে ইসরায়েলের ম্যাকাবাই হাইফার। চ্যাম্পিয়ন্স লিগে এইচ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে জুভেন্টাসকে ২-১ গোলে হারায় পিএসজি। আজ জিতলে নকআউট পর্বের পথে অনেকটাই এগিয়ে যাবে পিএসজি। এছাড়াও আজ চ্যাম্পিয়ন্স লিগে খেলতে নামছে রিয়াল মাদ্রিদ। লস ব্ল্যাঙ্কোসরা এফ গ্রুপের ম্যাচে মুখোমুখি হবে জার্মান ক্লাব লিপজিগের। প্রথম ম্যাচে রিয়াল মাদ্রিদ ৩-০ গোলে হারিয়েছে স্কটিশ ক্লাব সেলটিককে। যুদ্ধ বিধ্বস্ত দেশ ইউক্রেনের দল শাখতার ডনেস্ক আজ খেলতে নামছে সেলটিকের বিপক্ষে। প্রথম ম্যাচে তারা লিপজিগকে ৪-১ গোলে হারিয়েছে।