বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

মেয়েদের শিরোপা জয়ে জামালদের উৎসব

ক্রীড়া প্রতিবেদক

স্বপ্নের ট্রফি নিয়ে আজ দেশে ফিরছে নারী জাতীয় দল। যে শিরোপা ভারতের অভ্যাসে পরিণত হয়েছিল তা এবার সাবিনা খাতুনরা জিতে ইতিহাস গড়েছেন। মেয়েরা সাফ জিতলেও পুরুষ টুর্নামেন্টে সেমিফাইনাল খেলাটা স্বপ্নে পরিণত হয়েছে। ২০০৩ সালে সাফ জেতার পর পুরুষ জাতীয় দলের আর শিরোপার দেখা মিলছে না। তাতে কী, সাবিনারা চ্যাম্পিয়ন হলেও উৎসবে ভাগ বসাচ্ছেন জামাল ভূঁইয়ারা। অধিনায়ক জামাল ভূঁইয়া সামাজিক যোগাযোগে লিখেছেন, ‘আমরা যা পারছি না তা মেয়েরা করে দেখিয়ে দিয়েছে। আমি তাদের প্রাণঢালা অভিনন্দন জানাই। তাদের এ সাফল্য আমাদেরও ভালো খেলতে অনুপ্রেরণা জোগাবে।’

সর্বশেষ খবর