বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

নাচ ও গানে উদযাপন চ্যাম্পিয়ন মেয়েদের

ক্রীড়া প্রতিবেদক

নাচ ও গানে উদযাপন চ্যাম্পিয়ন মেয়েদের

সাফ নারী চ্যাম্পিয়নশিপে শিরোপা জয়ের পর নেপালের দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে কাদামাখা জার্সি পরেই উৎসবে মেতে ওঠেন সাবিনা খাতুনরা। গ্যালারিতে থাকা দর্শকদের কাছে ছুটে যান। তাদের অভিবাদনের জবাব দেন। তবে এখানেই শেষ নয়। ট্রফি হাতে মাঠ ছেড়ে বাসে ওঠার পরই শুরু হয় শিরোপা উদযাপন। নাচে-গানে মেতে ওঠেন তারা। কোচ আর অফিশিয়ালরাও যোগ দেন মেয়েদের উদযাপনে।

স্বপ্নের ট্রফি নিয়ে হোটেলে যাওয়ার পথেই উৎসব শুরু করেন নারী ফুটবলাররা। এরপর হোটেলে ফিরেও এই উৎসব শেষ হয়নি। অধিনায়ক সাবিনা খাতুন বলেন, ‘আমরা সবাই অনেক আনন্দ করেছি। সারা রাতই আনন্দ করেছি। আসলে এমন রাতে সবাই সবার মতো উপভোগ করেছে।’ দলের অন্যতম খেলোয়াড় সানজিদা আক্তার বলেন, ‘আমরা বাসে উঠেই আনন্দ করতে শুরু করি নিজেদের মতো করে। কেউ নেচেছে। কেউ গেয়েছে। সবাই বাঁধনহারা হয়েই উদযাপন করেছি।’ নারী ফুটবলাররা গতকাল শপিংয়ে বেরিয়েছেন কাঠমান্ডুতে।

সেখানে প্রিয়জনদের জন্য নানা জিনিস কিনেছেন। সানজিদা বলেন, ‘আজ (গতকাল) আমরা কিছু সময়ের জন্য শপিংয়ে বেরিয়েছিলাম।’ কোচ গোলাম রব্বানী ছোটনও বললেন, ‘মেয়েরা অনেক পরিশ্রম করেছে। এজন্য আজ (গতকাল) তাদেরকে সুযোগ দিয়েছি সময়টা উপভোগ করার জন্য।’ গতকাল সারা দিন নানাভাবে উদযাপন করে সন্ধ্যায় চ্যাম্পিয়ন মেয়েরা নেপালে বাংলাদেশের রাষ্ট্রদূতের আমন্ত্রণে নৈশভোজে অংশ নেন। আজ দুপুরে নেপাল ছেড়ে সাফের ট্রফি নিয়ে বাংলাদেশে আসবেন সাবিনা খাতুনরা। এখানেও তাদের জন্য উৎসবের আয়োজন করা হয়েছে। ছাদখোলা বাসে চেপে ট্রফি হাতে শহরে ঘুরবেন নারী ফুটবলাররা।

সর্বশেষ খবর