বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

আয়ারল্যান্ডের পর স্কটল্যান্ডকে হারালেন নিগাররা

ক্রীড়া প্রতিবেদক

আয়ারল্যান্ডের পর স্কটল্যান্ডকে হারালেন নিগাররা

সাফ ফুটবলে নারী ফুটবলারদের সাফল্যে আমিরাতে উচ্ছ্বসিত নারী ক্রিকেটাররা।

মেয়েদের টি-২০ বিশ্বকাপ বাছাইপর্বে জিতেই চলেছে বাংলাদেশ। আয়ারল্যান্ডের পর এবার স্কটল্যান্ডকে হারিয়েছে বাংলাদেশ নারী দল। ৬ উইকেটের সহজ জয়ে বাছাইপর্বের সেমিফাইনালে পা দিয়ে রেখেছেন নিগার সুলতানারা। ‘এ’ গ্রুপের শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রকে হারালেই ‘গ্রুপ চ্যাম্পিয়ন’।

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে স্কটিশদের বিরুদ্ধে জয়ের ভিত গড়ে দিয়েছিলেন বোলাররা। প্রথমে ব্যাট করা স্কটল্যান্ডকে মাত্র ৭৭ রানেই অলআউট করে দেয় বাংলাদেশ। তারপর ম্যাচের ৭ ওভার বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যান নিগাররা। ক্যাপ্টেন নিজেই খেলেছেন ৩৪ রানের ইনিংস।

ম্যাচসেরা হয়েছেন সোহেলী আক্তার। তার অফ-স্পিনের সামনে দাঁড়াতেই পারেননি স্কটিশ মেয়েরা। ৪ ওভার বোলিং করে মাত্র ৭ রান দিয়ে ৪ উইকেট শিকার করেছেন সোহেলী। ১৩তম ওভারের তৃতীয় ও চতুর্থ বলে পর পর দুই উইকেট নিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি।

দারুণ হলো সোহেলীর প্রত্যাবর্তন। এর আগে ২০১৪ সালে তিনি জাতীয় দলে খেলেছিলেন। সোহেলীর পাশাপাশি দুর্দান্ত বোলিং করেছেন সালমা, সানজিদা ও নাহিদারা। বাংলাদেশের স্পিনের বিরুদ্ধে দাঁড়াতেই পারেনি স্কটিশরা। শুরু থেকেই তারা একের পর এক উইকেট হারাতে থাকে। তারপর ৭৭ রানেই গুটিয়ে যায় ইনিংস। স্কটল্যান্ডের হয়ে সর্বোচ্চ ২২ রানের ইনিংস খেলেন জ্যাক।

এমন দারুণ জয়ের দিনে মাঠে সাফ নারী ফুটবলে চ্যাম্পিয়ন হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেন নারী ক্রিকেটাররা। নিগার অভিবাদন জানান সাবিনাদের।

সর্বশেষ খবর