সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

পঞ্চাশে পঞ্চাশ আফিফ

ক্রীড়া প্রতিবেদক

পঞ্চাশে পঞ্চাশ আফিফ

শুরুর ১৭ বলের মধ্যে ওপরের সারির দুই ব্যাটার সাব্বির রহমান ও লিটন দাস ফিরে আসেন সাজঘরে। স্কোর বোর্ডে তখন রান ২৬। চাপে পড়ে যায় বাংলাদেশ। সেই ধাক্কা সামলে নিতে পারেনি প্রথম ১১ ওভার পর্যন্ত। ৭৭ রান তুলতেই আউট হন ৫ ব্যাটার। তখন মনে হয়েছিল স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বড় স্কোর গড়তে ব্যর্থ হবে টাইগাররা। কিন্তু ষষ্ঠ উইকেট জুটিতে আফিফ হোসেন ধ্রুব ও অধিনায়ক নুরুল হাসান সোহান ৯ ওভারে যোগ করেন ৮১ রান। দুজনের দৃঢ়তায় স্বাগতিক বোলারদের চাপ সামাল দিয়ে ২০ ওভারে ৫ উইকেটে ১৫৮ রান করে সোহান বাহিনী। অধিনায়ক সোহান ২৫ বলে ২ চার ও সমান সংখ্যক ছক্কায় ৩৫ রানের অপরাজিত ইনিংস খেলেন। কিন্তু চাপের মুখে পাহাড়সমান দৃঢ়তার পরিচয় দিয়ে ৭৭ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলেন আফিফ। ম্যাচটি ছিল আবার আফিফের টি-২০ ক্যারিয়ারের ৫০ নম্বর ম্যাচ। ২৩ বছরের তরুণ তুর্কি ম্যাচটি উদযাপন করেন ক্যারিয়ারের সর্বোচ্চ রানের ইনিংস খেলে। ইনিংসটি খেলেন ৫৫ বলে ৭ চার ও ৩ ছক্কায়। তার আগের সর্বোচ্চ ছিল অপরাজিত ৫২। ওই ম্যাচটি একাই জিতিয়েছিলেন জিম্বাবুয়ের বিপক্ষে। চলতি বছরের জুলাইয়ে প্রোভিডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলেছিলেন ৫০ রানের ইনিংস। গতকাল তিনি প্রমাণ করেছেন টি-২০ বিশ্বকাপে মিডল অর্ডারের দায়িত্ব নিতে পুরোপুরি প্রস্তুত। গতকাল আফিফের দৃঢ়তাপূর্ণ ব্যাটিংয়ের ম্যাচটি বাংলাদেশ জিতেছে ৭ রানে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর