সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

সাকিবের অলরাউন্ড পারফরম্যান্স

ক্রীড়া প্রতিবেদক

সাকিবের অলরাউন্ড পারফরম্যান্স

প্রথম দুই ম্যাচে প্রথম বলেই আউট। ক্রিকেটের ভাষায় ‘গোল্ডেন ডাক’। ক্যারিবীয় প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলছেন গায়ানা অ্যামাজন ওয়ারিসর্সের পক্ষে। গতকাল সকালে গায়ানার হয়ে ব্যাট ও বল হাতে দুরন্ত পারফরম্যান্স করেন। বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডারের অলরাউন্ডিং পরফরম্যান্সে গায়ানা ৩৭ রানে হারিয়েছে কিয়েরন পোলার্ড-আন্দ্রে রাসেল-সুনিল নারাইনের ত্রিনবাগো নাইট রাইডার্সকে। সিপিএলে এ নিয়ে ৯ ম্যাচে ৪ জয়ে গায়ানা পয়েন্ট টেবিলে সবার উপরে। ম্যাচসেরা সাকিব ব্যাট হাতে ২৫ বলে ৪ চার ও এক ছক্কায় ৩৫ রান এবং বোলিংয়ে ৪ ওভারে ২০ রানের খরচে নেন ৩ উইকেট। প্রথম দুই ম্যাচে শূন্য রান করলেও বোলিংয়ে ৩ উইকেট নিয়েছিলেন সাকিব। সব মিলিয়ে সাকিব আসরে রান করেছেন ৩৫ এবং উইকেট নিয়েছেন ৬টি। প্রথমে ব্যাট করে গায়ানার সংগ্রহ ছিল ২০ ওভারে ৬ উইকেটে ১৭৩ রান। সর্বোচ্চ ৬০ রান করেন ওপেনার রহমানুল্লাহ গুরবাজ। জবাবে ত্রিনবাগো ১৩৬ রান করে। দুই দলের প্রথম মুখোমুখিতে ত্রিনবাগো জিতেছিল। গতকালের জয়ে এক ম্যাচ বাকি রেখে প্লে অফ নিশ্চিত করেছেন সাকিবরা। প্রাথমিক পর্বে সাকিবদের শেষ ম্যাচ বার্বাডোজ রয়্যালসের বিপক্ষে বাংলাদেশ সময় ভোর ৫টায়।

সর্বশেষ খবর