বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

হামজার জন্য লেস্টারকে বাফুফের চিঠি

ক্রীড়া প্রতিবেদক

হামজার জন্য লেস্টারকে বাফুফের চিঠি

ইংলিশ লিগে বাংলাদেশি বংশোদ্ভূত হামজা চৌধুরী মাঠ কাঁপাচ্ছেন। ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ দলেও খেলেছেন। টিভিতে তার নৈপুণ্য দেখে ফুটবলপ্রেমীরা আফসোস করেন এমন ফুটবলারকে যদি বাংলাদেশে খেলানো যেত। জামাল ভূঁইয়া প্রবাসী ফুটবলার হিসেবে ২০১৩ সাল থেকে বাংলাদেশের জাতীয় ও ঘরোয়া আসরে খেলছেন। ফিনল্যান্ড প্রবাসী তারিক কাজীও জাতীয় দলে খেলছেন। তাই প্রশ্ন উঠেছে হামজাকে কি খেলানো যায় না? জামাল বা তারিকের আগ্রহের কারণে লাল-সবুজের জার্সি গায়ে চড়ানো সম্ভব হয়েছে। হামজা নিজ থেকে আগ্রহ প্রকাশ না করলে তাকে কি খেলানো যায়। হামজার বাবা-মায়ের জন্ম হবিগঞ্জ জেলায়। এক সময় তিনি বাবা-মায়ের সঙ্গে নিয়মিত বাংলাদেশে যাতায়াত করতেন। তাই হামজাকে পাওয়া খুবই সহজ ছিল। কিন্তু নিজের ইচ্ছা থাকতে তো হবে।

আগে নীরব থাকলেও হামজা বেশ কিছুদিন ধরে বাংলাদেশে খেলার আগ্রহ প্রকাশ করছেন। এরপরও বাফুফের চুপ থাকাটা কেউ মানতে পারছিল না। সামাজিক যোগাযোগ ও মিডিয়াতে হামজাকে ঘিরে যখন আলোচনার ঝড় বইছে তখুনি বাফুফে নীরবতা ভেঙে তাকে পেতে সরব হয়ে উঠেছে। এ ব্যাপারে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেন, ‘আমরা হামজাকে জাতীয় দলে পেতে চাই। আমরা সঠিক পথ অনুসরণ করেই এগোচ্ছি। হামজা বর্তমানে ইংলিশ ফুটবলের দ্বিতীয় স্তরের দল ওয়াটফোর্ডে খেললেও মূলত সে লেস্টার সিটির প্লেয়ার। কেননা এ ক্লাব ধারে হামজাকে ওয়াটফোর্ডের খেলার অনুমতি দিয়েছে। তাই আমরা হামজাকে বাংলাদেশ জাতীয় দলে খেলার অনুমতি দিতে লেস্টারের কাছে চিঠি পাঠিয়েছি। ওয়াটফোর্ডকে দেওয়া হয়েছে চিঠির অনুলিপি। চিঠির জবাব লেস্টার না জানালেও চিঠি যে পেয়েছে তা জানিয়েছে।’

সর্বশেষ খবর