রবিবার, ১৬ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

এল ক্ল্যাসিকোর লড়াই আজ

ক্রীড়া ডেস্ক

এল ক্ল্যাসিকোর লড়াই আজ

স্প্যানিশ লা লিগায় আজ ‘এল ক্ল্যাসিকো’র লড়াইয়ে নামছে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত সোয়া আটটায়। লা লিগায় শীর্ষস্থানের জন্য লড়াই করবে দুই দল। আটটি করে ম্যাচ খেলে দুই দলই সংগ্রহ করেছে ২২ পয়েন্ট করে। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষে আছে বার্সেলোনা।

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে সুবিধা করতে পারছে না বার্সেলোনা। চার ম্যাচ খেলে চার পয়েন্ট সংগ্রহ করে সি গ্রুপের তিনে জাভি হার্নান্দেজের দল। পরের ম্যাচে ইন্টার মিলান ভিক্টোরিয়া প্লাজেনকে হারালেই বিদায় নিশ্চিত হয়ে যাবে কাতালানদের। গত মৌসুমেও গ্রুপ পর্ব খেলে বিদায় নিয়েছিল বার্সা। চ্যাম্পিয়ন্স লিগে বাজে অবস্থা হলেও স্প্যানিশ লা লিগায় দারুণ খেলছে বার্সেলোনা। ৮ ম্যাচে ২২ পয়েন্ট সংগ্রহ করেছে তারা। প্রতিপক্ষের জালে গোল দিয়েছে ২০টি। বিপরীতে গোল হজম করেছে কেবল ১টি। অন্যদিকে রিয়াল মাদ্রিদ ২২ পয়েন্ট সংগ্রহ করলেও গোল ব্যবধানে পিছিয়ে অবস্থান করছে দুই নম্বরে। তারা ১৯ গোল করার পাশাপাশি হজম করেছে ৭ গোল।

আজ ইংলিশ প্রিমিয়ার লিগেও আছে দারুণ এক ম্যাচ। এনফিল্ডে মুখোমুখি হচ্ছে লিভারপুল-ম্যানসিটি। চলতি মৌসুমে ম্যানসিটি শিরোপা রেসে থাকলেও লিভারপুল অনেকটা নিচে নেমে গেছে। ২৩ পয়েন্ট নিয়ে ম্যানসিটি লিগের দুই নম্বরে আছে।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর