বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

টসকে গুরুত্ব দিচ্ছেন পাইলট

ক্রীড়া প্রতিবেদক

টসকে গুরুত্ব দিচ্ছেন পাইলট

চাপ নিয়েই বাংলাদেশের বিপক্ষে লড়বে দক্ষিণ আফ্রিকা। এ কথা বলেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। তিনি বলেন, ‘টি-২০ ম্যাচে বাংলাদেশ কখনো জিততে পারেনি। সাত বারের দেখায় দক্ষিণ আফ্রিকা সব ম্যাচ জিতেছে। তবুও সিডনিতে সাকিবরা কিছুটা চাপ মুক্ত থাকবে। নেদারল্যান্ডসকে হারিয়ে বিশ্বকাপে যাত্রা করেছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার শিবিরে হতাশা বিরাজ করছে। তারা বৃষ্টি বাধায় হারাতে পারেনি অপেক্ষাকৃত দুর্বল দল জিম্বাবুয়েকে। বৃষ্টিতে পয়েন্ট ভাগাভাগি হওয়ায় চাপেও রয়েছে। আজ হারলেই তাদের সেমিফাইনালে যাওয়া কঠিন হয়ে পড়বে।’

পাইলট বলেন, ‘বাংলাদেশ আজ যে অবস্থায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে তা কখনো ঘটেনি। বিশ্বকাপের গ্রুপের শীর্ষে থেকেই সাকিবরা লড়বে। দুদলের জয়টা খুব জরুরি। তবে টসই ম্যাচের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে মনে হয়। টস জিতলেই যে ম্যাচ জিতবে তা বলছি না। তবে সুবিধা পেতে পারে।’

সর্বশেষ খবর