বৃষ্টির সঙ্গে পেরে উঠেনি ইংল্যান্ড। মেলবোর্নে প্রতিবেশী আয়ারল্যান্ডের পাশাপাশি বৃষ্টির বিপক্ষেও লড়তে হয়েছে জশ বাটলারের ইংল্যান্ডকে। শেষ পর্যন্ত বৃষ্টির জয় হয়েছে। ডাক ওয়ার্থ লুইস-স্টার্ন পদ্ধতিতে জিতেছে আয়ারল্যান্ড। চলমান টি-২০ বিশ্বকাপের অন্যতম ফেবারিট ও সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ৫ রানে হারিয়ে চমক দেখাল এন্ড্রু বালবার্নির আয়ারল্যান্ড। ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপেও ইংলিশদের হারিয়ে বিস্ময়ের জন্ম দিয়েছিল আইরিশরা। ২০ ওভারের বিশ্বকাপে বালবার্নি বাহিনীর এটা প্রথম জয়। সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে ৯ উইকেটে হেরেছিল শ্রীলঙ্কার কাছে। বাটলার বাহিনীর দ্বিতীয় ম্যাচে প্রথম হার। সুপার টুয়েলভে বাটলাররা ৫ উইকেটে হারিয়েছিলেন মোহাম্মদ নবীর আফগনিস্তানকে। ২০১০ সালের পর গতকাল দুই প্রতিবেশী এই প্রথম পরস্পরের বিপক্ষে মুখোমুখি হয়েছিল। এক যুগ আগের ম্যাচটি ভেসে গিয়েছিল বৃষ্টিতে। বৃষ্টিস্নাত দিনে প্রথমে ব্যাট করে আয়ারল্যান্ডের সংগ্রহ ছিল ১৯.২ ওভারে ১৫৭। আইরিশরা এই রান সংগ্রহ করে অধিনায়ক বালবার্নি ও লরকান টাকারের দ্বিতীয় উইকেটে ৮২ রানের জুটিতে। টাকার ৩৪ রান করেন ২৭ বলে ১ ছক্কা ও ৩ চারে।