বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

মেসি-নেইমার জাদু

ক্রীড়া ডেস্ক

মেসি-নেইমার জাদু

বিশ্বকাপ শুরু হতে বেশি দেরি নেই। ২০ নভেম্বর কাতারে শুরু হচ্ছে বিশ্বযজ্ঞ। তার আগে দারুণ ফর্মে আছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি এবং ব্রাজিলিয়ান তারকা নেইমার। ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পেও দারুণ খেলছেন। মঙ্গলবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে এইচ গ্রুপের ম্যাচে তিন তারকার দুরন্ত ফুটবলে পিএসজি ৭-২ গোলে হারিয়েছে ইসরায়েলি ক্লাব ম্যাকাবাই হাইফাকে। ৫ ম্যাচে ১১ পয়েন্ট সংগ্রহ করে এইচ গ্রুপের শীর্ষে আছে পিএসজি। নকআউট পর্বও নিশ্চিত করেছে তারা। এই গ্রুপ থেকে নকআউট পর্ব নিশ্চিত করেছে বেনফিকাও। জুভেন্টাসকে ৪-৩ গোলে হারিয়েছে তারা।

মেসি দুটি গোল করেছেন (১৯ ও ৪৪)। চ্যাম্পিয়ন্স লিগে প্রথম ফুটবলার হিসেবে মেসি ৩৯টি ভিন্ন ক্লাবের বিপক্ষে গোল করার রেকর্ড গড়লেন। মঙ্গলবার পিএসজির পক্ষে দুটি গোল করেছেন কিলিয়ান এমবাপ্পেও (৩২, ৬৪)। এছাড়াও একটি করে গোল করেন নেইমার ও সোলার। হাইফার গোল্ডবার্গ একটি আত্মঘাতী গোল করে পিএসজির জয়ের ব্যবধান বাড়ান।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর