রবিবার, ৩০ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

ভারত-দক্ষিণ আফ্রিকা হেভিওয়েট লড়াই আজ

ক্রীড়া প্রতিবেদক

ভারত-দক্ষিণ আফ্রিকা হেভিওয়েট লড়াই আজ

দুর্দান্ত ক্রিকেট খেলছে ভারত। একই রকম দুরন্ত ক্রিকেট খেলছে দক্ষিণ আফ্রিকাও। সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ভারত টি-২০ বিশ্বকাপের সুপার টুয়েলভে এখন পর্যন্ত দুই ম্যাচ খেলে দুটিতেই জিতেছে। জিম্বাবুয়ের বিপক্ষে প্রোটিয়াসদের প্রথম ম্যাচ ভেসে যায় বৃষ্টিতে। দ্বিতীয় ম্যাচে পাত্তাই দেয়নি সাকিব বাহিনীকে। পার্থে সন্ধ্যায় আজ রোহিত শর্মার ভারত ও টেম্বা বাভুমার ভারত পরস্পরের মুখোমুখি হচ্ছে। রোহিত বাহিনী নামছে টানা তৃতীয় জয়ের সন্ধানে। আজ প্রোটিয়াসদের হারালে তিন জয়ে গ্রুপ-২-এ পয়েন্ট টেবিলে সবার উপরে জায়গা নেবে। বাভুমা বাহিনী নামছে দ্বিতীয় জয়ের টার্গেটে। যদি ভারতকে হারায়, তাহলে ৫ পয়েন্ট নিয়ে রান রেটে সবার উপরে উঠে যাবে ‘চোকার্স’ খ্যাত দক্ষিণ আফ্রিকা।

সাবেক অধিনায়ক বিরাট কোহলি দারুণ ছন্দে রয়েছেন। সুপার টুয়েলভে টানা দুই ম্যাচে হাফসেঞ্চুরি করে ভারতকে উপহার দিয়েছেন জয়। বিশেষ করে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে তার ৫৩ বলে অপরাজিত ৮২ রানের ইনিংটিতে টি-২০ ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ইনিংস ধরা হচ্ছে। শেষ ৩ ওভারে যখন ৪৮ রান দরকার ছিল ভারতের, সেই দুরূহ কাজটিই করে ফেলেন কোহলি। গাণিতিক ক্রিকেট খেলে অবিশ্বাস্য জয় উপহার দেন দলকে। অপেক্ষাকৃত দুর্বল নেদারল্যান্ডসের বিপক্ষে ৪৪ বলে ৬২ রানের অপরাজিত ইনিংস খেলেন। ওই ম্যাচে হাফসেঞ্চুরি করেন রোহিত শর্মা ৫৩ ও সূর্যকুমার যাদব ৫১ রানের অপরাজিত ইনিংস খেলেন। বাংলাদেশের বিপক্ষে প্রোটিয়াস ব্যাটার রাইলি রুশো ৫৬ বলে খেলেন ১০৯ রানের ইনিংস।

 

সর্বশেষ খবর