বাংলাদেশ ফুটবল ফেডারেশনে এক ভিন্ন ধরনের উৎসবের মধ্য দিয়েই আসন্ন ফুটবল মৌসুমের জন্য দলবদল সম্পন্ন করেছে বসুন্ধরা কিংস পুরুষ ও নারী দল। গতকাল ঢাক-ঢোল ও বাদ্য-বাজনা বাজিয়ে হাতি-ঘোড়ার বহর নিয়ে বাফুফে প্রাঙ্গণে প্রবেশ করে বসুন্ধরা কিংস। সঙ্গে ছিল শত শত সমর্থক। দলবদলের পর বাফুফে ভবনের সামনে সবুজ ঘাসের ওপর হঠাৎ করেই বসুন্ধরা কিংস সঙ্গীত বেজে উঠে। চারদিক থেকে ছুটে এসে ‘ফ্লাশ মবে’ অংশ নেন অনেকে। ‘উই আর বর্ন টু বিট, উই আর বসুন্ধরা কিংস’ গানের তালে তালে দৃষ্টিনন্দন নৃত্য পরিবেশন করা হয় এই ফ্লাশ মবে।
বাফুফে ভবনে এর আগেও ঢাক-ঢোল আর ঘোড়ার গাড়ির বহর দেখেছে ফুটবলমোদীরা। তবে একসঙ্গে এক দলের পুরুষ ও নারী ফুটবলারদের দলবদলের এটিই প্রথম ঘটনা। পেশাদার লিগে টানা চার ও নারী লিগে কিংসের টার্গেট হ্যাটট্রিক শিরোপা।