বুধবার, ২৩ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

স্পেনের সামনে কোস্টারিকা

ক্রীড়া প্রতিবেদক

স্পেনের সামনে কোস্টারিকা

তারকা কোনো ফুটবলার নেই। তারপরও লুইস এনরিকের কোচিংয়ে দারুণ ফুটবল খেলছে ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। তরুণ ফুটবলারদের নিয়ে খেলতে আসা সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু হচ্ছে আজ। লা রোজাদের প্রতিপক্ষ সেন্ট্রাল আমেরিকার দল কোস্টারিকা। গত বিশ্বকাপে গ্রুপ পর্বের ব্যারিয়ার টপকাতে পারেনি সেন্ট্রাল আমেরিকার দলটি। স্পেনের ফুটবল দলের ইতিহাস ও ঐতিহ্য অনেক সমৃদ্ধ।  ২০১০ সালের চ্যাম্পিয়ন এবং ২০০৮ ও ২০১২ সালের ইউরো চ্যাম্পিয়ন। গত বিশ্বকাপে কোস্টারিকা প্রথম রাউন্ড খেলে বিদায় নিয়েছিল। স্পেন কোয়ার্টার ফাইনালে স্বাগতিক রাশিয়ার কাছে টাইব্রেকারে হেরে বিদায় নেয় আসর থেকে। বাংলাদেশ সময় রাত ১০টায় ‘ই’ গ্রুপে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন খেলতে নামবে কোস্টারিকার বিপক্ষে। দুই দলই নামবে প্রস্তুতি ম্যাচে জয়ের আত্মবিশ্বাস নিয়ে। কাতারে পা রাখার আগে স্পেন প্রস্তুতি ম্যাচে জর্দানকে হারায় ৩-১ গোলে। কোস্টারিকা ২-০ গোলে হারায় নাইজেরিয়াকে। এই গ্রুপে রয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি ও জাপান। বাংলাদেশ সময় রাত ১টায় ‘এফ’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হবে ‘ডার্ক হর্স’ বেলজিয়াম ও কানাডা। স্পেন ও কোস্টারিকা পরস্পরের মুখোমুখি হয়েছে ৩ বার। দুবার জিতেছে স্পেন এবং  একবার ইংল্যান্ড। বিশ্বকাপে দুই দল এই প্রথম খেলছে। ২০১১ সালে দুই দলের প্রথম ম্যাচ ড্র হয়েছিল ২-২ গোলে। ২০১৫ সালে স্পেন জয় পায় ২-১ এবং ২০১৭ সালে ৫-১ গোলে। চারবারের বিশ্বকাপজয়ী জার্মানী আজ খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে মুখোমুখি হবে জাপানের। এর আগে দুই দল চারবার মুখোমুখি হয়েছে। এর মধ্যে দুইবার জয় পেয়েছে জার্মানি। আর দুইবার জাপান রুখে দিয়েছে ইউরোপিয়ান ফুটবলের পাওয়ার হাউসকে।

সর্বশেষ খবর