বিশ্বকাপ তো বটেই, ফুটবলে আগে কখনো মুখোমুখি হয়নি সুইজারল্যান্ড ও ক্যামেরুন। কাতার বিশ্বকাপেই তাদের দেখা হলো। ‘জি’ গ্রুপে এই ম্যাচে সুইজারল্যান্ড ১-০ গোলে হারিয়েছে ক্যামেরুনকে। প্রথমার্ধে সমান তালে লড়লেও গোলের সুযোগ পেয়েছিল ক্যামেরুন। কাজে লাগাতে পারেনি। দ্বিতীয়ার্ধের শুরুর দিকে এগিয়ে যায় সুইসরা। ৪৮ মিনিটে স্ট্রাইকার ব্রীল এমবোলো গোল করার পর কোনো উদযাপন করেননি। কেননা এই গোল যে তার জন্মভূমির বিপক্ষে। ২৫ বছর বয়সী এমবোলোর জন্ম ক্যামেরুনে হলেও বেড়ে উঠেছেন সুইজারল্যান্ডে। নাগরিকত্ব নিয়ে ইউরোপের এই দেশের ফুটবলার বনে গেছেন। আর গোল করেই ইতিহাস লিখে ফেললেন। দুই দেশের প্রথম লড়াইয়ে গোলটা যে তারই। ক্যামেরিয়ানের গোলে হেরে গেল ক্যামেরুন। ২৮ নভেম্বর ব্রাজিলের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ। প্রথম শুরুতে জয়টা স্বস্তি এনে দিয়েছে সুইসদের।