মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

ড্র করলেই দ্বিতীয় রাউন্ডে ডাচরা

ক্রীড়া প্রতিবেদক

বিশ্বকাপ ফুটবল ইতিহাসের সেরা আসরের আয়োজন করেছে কাতার। মরুভূমির দেশ কাতার এই প্রথম ফুটবল মহাযজ্ঞে খেলছে। বিশ্বকাপে খেলছে আয়োজক হিসেবে। বর্ণনাতীত আয়োজন ছাড়া আসরে নিজেদের প্রথম দুই ম্যাচে স্মরণীয় করে রাখার মতো কিছু করতে পারেনি। প্রথম ম্যাচে ল্যাটিন ফুটবল দল ইকুয়েডরের কাছে হেরেছে ২-০ গোলে। পরের ম্যাচে সেনেগালের কাছে হেরেছে ৩-১ গোলে। ‘এ’ গ্রুপের আজ দুটি ম্যাচ। ম্যাচ দুটি নিয়ে শেষ হবে বিশ্বকাপে ‘এ’ গ্রুপের খেলা। বাংলাদেশ সময় রাত ৯টায় স্বাগতিকরা মুখোমুখি হবে আসরের অন্যতম ফেবারিট নেদারল্যান্ডসের। আরেক ম্যাচে মুখোমুখি হবে ইকুয়েডর ও সেনেগাল। এই ম্যাচটিও রাত ৯টায়। ‘এ’ গ্রুপ থেকে সুপার সিক্সটিন বা শেষ ১৬ তে খেলার দৌড়ে এগিয়ে নেদারল্যান্ডস ও ইকুয়েডর। দুই দলের পয়েন্ট এখন পর্যন্ত ২ ম্যাচে ৪। ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে সেনেগাল। কাতারের পয়েন্ট শূন্য। আজ যদি নেদারল্যান্ডস ড্র করে, তাহলে দলটির পয়েন্ট হবে ৫। উঠে যাবে নকআউট পর্বে। হেরে গেলে অবশ্য জটিল সমীকরণে পড়ে যাবে। তখন অপেক্ষায় থাকতে হবে ইকুয়েডর-সেনেগাল ম্যাচের ফলের দিকে। ওই ম্যাচটি যদি ড্র হয়, তাহলে ৫ পয়েন্ট নিয়ে উঠে যাবে ল্যাটিন দলটি। সেনেগালের পয়েন্ট হবে ৪। ডাচ বাহিনী ড্র করলে তখন আর সেনেগালের কোনো লাভ হবে না। এমন সমীকরণে আজ দুটি ম্যাচই গুরুত্বপূর্ণ। বিশেষ গুরুত্বপূর্ণ নেদারল্যান্ডস, ইকুয়েডর ও সেনেগালের জন্য।        

বিশ্বকাপের সূচনা ম্যাচে এনার ভ্যালেন্সিয়ার জোড়া গোলের কাছে ০-২ ব্যবধানে হেরে যায় স্বাগতিক কাতাররা। দ্বিতীয় ম্যাচে আফ্রিকান প্রতিনিধি সেনেগারের সঙ্গে সমানতালে লড়াই করেও হেরে যায় ১-৩ গোলে। টানা দুই হারে দলটির নকআউট পর্বে খেলার স্বপ্ন শেষ। আজ ডাচ বাহিনীর বিপক্ষে স্বপ্নের কিছু করে স্বাগতিকরা শেষ করতে চায় বিশ্বকাপ। ১৯৭৪, ১৯৭৮ ও ২০১০ সালের ফাইনালিষ্ট নেদারল্যান্ডস এবার খেলতে এসেছে প্রথমবারের মতো বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে। প্রথম ম্যাচে শেষ সময়ের দুই গোলে নেদারল্যান্ডস ২-০ ব্যবধানে হারায় সেনেগালকে। পরের ম্যাচে ইকুয়েডরের সঙ্গে ১-১ গোলে ড্র করে। ইকুয়েডর প্রথম ম্যাচে ২-০ গোলে হারায় স্বাগতিকদের।

সর্বশেষ খবর