শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

ওয়ানডে অধিনায়ক লিটন

ক্রীড়া প্রতিবেদক

ওয়ানডে অধিনায়ক লিটন

প্রস্তুতি ম্যাচে ডান পায়ের কুঁচকিতে টান পড়ে তামিম ইকবালের। ছিটকে পড়েন ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে। অনিশ্চিত টেস্ট সিরিজও। দেশসেরা ওপেনার তামিমের অনুপস্থিতিতে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে নেতৃত্ব দেবেন কে? এ প্রশ্ন ঘুরছিল ক্রিকেটাঙ্গনে। রেসে এগিয়ে ছিলেন টেস্ট ও টি-২০ অধিনায়ক সাকিব আল হাসান। গতকাল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, সফরকারী ভারতের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে টাইগারদের নেতৃত্ব দেবেন লিটন দাস। এর আগেও বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন ২৮ বছর বয়সী ড্যাসিং ওপেনার লিটন। ২০২১ সালে নিউজিল্যান্ড সফরে একটি টি-২০ ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন সিনিয়র ক্রিকেটারদের অনুপস্থিতিতে। বৃষ্টিস্নাত ১০ ওভারে কার্টেল ওভারের ম্যাচটি হেরেছিল বাংলাদেশ। ২০১৫ সালে ভারতের বিপক্ষে অভিষেক লিটনের। ৩৫ টেস্টে রান করেছেন ২১১২, ৫৭ ওয়ানডেতে ১৮৩৫ এবং ৬৫ টি-২০ ম্যাচে ১৩৬৫ রান করেছেন। লিটনকে অধিনায়ক মনোনীত করার ব্যাখ্যায় বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘লিটন এই দলের অভিজ্ঞ ক্রিকেটারদের একজন। নেতৃত্বের গুণাবলি সে মেলে ধরেছে। তার ক্রিকেট-মস্তিষ্ক তীক্ষ্ন এবং ম্যাচ রিডিং খুবই ভালো। গুরুত্বপূর্ণ এই সিরিজে তামিম ইকবালকে চোটের কারণে হারানো খুবই দুর্ভাগ্যজনক। গত দুই বছরে অসাধারণ ক্রিকেট খেলেছে। ওয়ানডেতে এই সংস্করণে তিনি দলের সফলতম ব্যাটসম্যানও।’ তাসকিন আহমেদ প্রথম ওয়ানডেতে নেই। তার জায়গায় নেওয়া হয়েছে বাঁ-হাতি পেসার শরিফুল ইসলামকে। সিরিজের তিন ম্যাচ ৪, ৭ ও ১০ ডিসেম্বর। শুরুর দুই ওয়ানডে মিরপুরে এবং শেষ ওয়ানডে চট্টগ্রামে।  

বাংলাদেশ ওয়ানডে স্কোয়াড : লিটন দাস (অধিনায়ক), এনামুল হক, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, ইয়াসির আলী চৌধুরী, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, ইবাদত হোসেন চৌধুরী, নাসুম আহমেদ, মাহমুদুল্লাহ রিয়াদ, নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান, শরিফুল ইসলাম।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর