বিশ্বকাপ ফুটবলে বাংলাদেশ খেলেনি। দেশের ফুটবলের যে সংকটাপন্ন অবস্থা তাতে সাফে শিরোপা জেতাই স্বপ্নে পরিণত হয়েছে। তবে হতাশার মাঝেও আশার বাণী শুনিয়েছেন বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেস। এবার লিওনেল মেসির নেতৃত্বে আর্জেন্টিনা তৃতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর আলবার্তো প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশের জনগণকে ধন্যবাদ জানান। মঙ্গলবার রাতে এক টুইট বার্তায় প্রেসিডেন্ট এসব জানান। আলবার্তো তাঁর দেশের ও বাংলাদেশের পতাকা, ভালোবাসা এবং করমর্দনের চিহ্নসহ টুইট বার্তায় লিখেছেন, ধন্যবাদ শেখ হাসিনা এবং বাংলাদেশের জনগণকে। বিশ্বকাপে বাংলাদেশের মানুষের আর্জেন্টিনার প্রতি সমর্থন ও ভালোবাসা দেখে আমি অভিভূত। বাংলাদেশ যে ফুটবলও ভালো খেলা পছন্দ করে আর্জেন্টিনার প্রতি ভালোবাসা দেখে উপলব্ধি করলাম। নিজেরা বিশ্বকাপ না খেললেও আর্জেন্টিনার ম্যাচ নিয়ে যে উন্মাদনায় বাংলাদেশ মেতে ছিল তা ভাষায় প্রকাশ করার মতো নয়।
প্রেসিডেন্ট আলবার্তো উল্লেখ করেন, ‘যে দেশের প্রধানমন্ত্রী খেলাধুলাকে ভালোবাসেন সে দেশের জনগণ তো খেলা পাগল হবেই। বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর শেখ হাসিনা আমাকে অভিনন্দন জানিয়েছেন। তিনি তাঁর অভিনন্দন বার্তায় উল্লেখ করেছেন আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশের খুশির জোয়ার বয়ে যাচ্ছে। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই ফুটবল উন্নয়নে আর্জেন্টিনা সহযোগিতা করবে বাংলাদেশকে। আমি বিশ্বাস করি বাংলাদেশের জনগণ যেভাবে ফুটবলকে ভালোবাসে তাতে একদিন এই দেশ বিশ্বকাপ খেলবে। মেসিরা এর আগে বাংলাদেশ ঘুরে এসেছে। ভবিষ্যতে বাংলাদেশের ডাকে আর্জেন্টিনা ফুটবল দল সাড়া দেবে তার নিশ্চয়তা দিতে পারি।’