শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

ফুটবলে বসুন্ধরার দিন

কিংস হারায় নবাগত ফর্টিসকে। শেখ রাসেল জিতে যায় চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে। শেখ জামাল পুরো পয়েন্ট তুলে নেয় মুক্তিযোদ্ধা কেসিকে পরাজিত করে

ক্রীড়া প্রতিবেদক

ফুটবলে বসুন্ধরার দিন

বিশ্বকাপের পর ঘরোয়া ফুটবলে সেরা আসর বসুন্ধরা গ্রুপ পেশাদার ফুটবল লিগ মাঠে গড়িয়েছে। আর দিনটি পুরোপুরি ছিল বসুন্ধরা গ্রুপেরই। কেননা বসুন্ধরা কিংস বসুন্ধরা গ্রুপের নিজস্ব ক্লাব। শেখ রাসেল ক্রীড়া চক্র এ গ্রুপেরই পৃষ্ঠপোষকতায় পরিচালিত হচ্ছে। এ ক্লাবের চেয়ারম্যান বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর। শেখ জামাল ধানমন্ডি ক্লাবও একইভাবে পরিচালিত হচ্ছে। ক্লাবের সভাপতি বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান। শিরোপাপ্রত্যাশী দেশের জনপ্রিয় তিন দল একই দিনে জয় পেয়ে মূল্যবান ৩ পয়েন্ট সংগ্রহ করেছে। কিংস হারায় নবাগত ফর্টিসকে। শেখ রাসেল জিতে যায় চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে। শেখ জামাল পুরো পয়েন্ট তুলে নেয় মুক্তিযোদ্ধা কেসিকে পরাজিত করে।

এবারে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন ইতিহাস গড়া বসুন্ধরা কিংস লিগ শুরু করে জয়ে। গতকাল তারা তুলে নেয় টানা দ্বিতীয় জয়। রাজশাহী মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত অ্যাওয়ে ম্যাচে তারা ফর্টিস লিমিটেডকে ২-০ গোলে হারায়। শক্তির বিচারে কিংসের জয় আরও বড় হতে পারত। কিন্তু সুযোগ হাতছাড়া করায় কম ব্যবধানে জিতে মাঠ ছাড়তে হয়। গোল পেতে রবসনদের অপেক্ষা করতে হয় প্রথমার্ধের যোগ করা সময় পর্যন্ত। বসুন্ধরা কিংস শিবিরে স্বস্তি ফেরান ব্রাজিলিয়ান মিগেল ফিগেইরা। অধিনায়ক রবসন রবিনহোর ক্যাটব্যাকে বক্সের ওপর থেকে বাঁ পায়ে শটে জালে বল পাঠান ফিগেইরা। ৫১ মিনিটে আত্মঘাতী গোলে কিংসের ব্যবধান বাড়ে। রাকিব হোসেনের ক্রস ফেরাতে গিয়ে নিজেদের জালেই বল জড়িয়ে দেন আরিফুল ইসলাম।

মৌসুমে প্রথম ট্রফি স্বাধীনতা কাপে তীরে এসে তরী ডুবিয়েছে জায়ান্ট শেখ রাসেল। ফাইনালে দুর্ভাগ্যক্রমে টাইব্রেকারে হেরে যায় কিংসের কাছে। শেখ রাসেলের টার্গেট এখন লিগ। গতকাল দারুণ জয়ে আত্মবিশ্বাসটা আরও বেড়ে গেল জামাল ভূঁইয়াদের। মুন্সীগঞ্জ বীরশ্রেষ্ঠ শহীদ মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে শুরু থেকে প্রাধান্য বিস্তার করে শেখ রাসেল। মনোমুগ্ধকর পারফরম্যান্সে ৪-২ গোলে জিতে মাঠ ছাড়ে শেখ রাসেল। ৪১ মিনিটে চার্লস দিদিয়েরের গোলে তারা এগিয়ে যায়। ৫২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ইয়াসিন। ৬৪ মিনিটে বাম্বো ও ৭৪ মিনিটে নাসির গোল করলে ম্যাচ ২-২ হয়ে পড়ে। কিন্তু ৮৪ মিনিটে দিদিয়েরের চমৎকার গোলে আবারও এগিয়ে যায় শেখ রাসেল। দ্বিতীয়ার্ধের যোগ করা সময় দলের জয় নিশ্চিত করেন এমফন উদোহ।

গোপালগঞ্জ শেখ ফজলুল হক মণি স্টেডিয়ামে অনুষ্ঠিত আরেক ম্যাচে শেখ জামাল ৩-২ গোলে হারায় মুক্তিযোদ্ধাকে। বিজয়ী দলের পক্ষে জোড়া গোল করেন কর্নেনিয়াস স্টুয়ার্ট। আরেকটি কৌশিক বড়ুয়া। বিজিতের পক্ষে নাজিম ও সোমা গোল করেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর