দলকে জয়ের রাস্তায় তুলে দিয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। ভারতের দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট শিকার করেন একাই। তাকে বল হাতে সঙ্গ দিচ্ছিলেন সাকিব আল হাসান। তবে একটা ক্যাচ ফসকে যেতেই জয়ের সুযোগটাই হাতছাড়া হয়ে গেল! ভারতের জয়ের নায়ক রবীচন্দ্রন অশ্বিন। গতকাল তিনি ৪২ রানে অপরাজিত থাকেন। অথচ মাত্র ১ রানেই সাজঘরে ফিরতে পারতেন অশ্বিন। বাংলাদেশের সুযোগ বেড়ে যেত আরও বেশ খানিকটা। কিন্তু…