শিরোনাম
রবিবার, ৮ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

সিলেট দুইয়ে দুই

ক্রীড়া প্রতিবেদক

সিলেট দুইয়ে দুই

ছবি : রোহেত রাজীব

দিনের প্রথম ম্যাচে উইকেট ব্যাটিংবান্ধব নয়। স্ট্রোকস খেলতে কষ্ট হয় ব্যাটারদের। কিন্তু দ্বিতীয় ম্যাচে উইকেট সহজ হয়ে পড়ে। তখন সাবলীল ব্যাটিং করেন ব্যাটাররা। বিপিএলের প্রথম দিন দ্বিতীয় ম্যাচে ধুন্ধুমার ব্যাটিং করেছিলেন রংপুর রাইডার্সের রনি তালুকদার। সেই ধারায় গতকাল দ্বিতীয় ম্যাচে আক্রমণাত্মক মেজাজে ব্যাটিং করেছেন ফরচুন বরিশালের সাকিব আল হাসান। কাকতালীয়ভাবেও গতকাল সাকিব সাজঘরে ফিরেছেন ব্যক্তিগত ৬৭ রানে। বল খেলেছেন ৩২টি। স্ট্রাইক রেট ২০৯.৩৭। ইনিংসটিতে ছিল ৭টি চার ও ৪টি ছক্কা। সাকিবের বিধ্বংসী ব্যাটিংয়ে মাশরাফি বিন মর্তুজার সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ২০ ওভারে ৭ উইকেটে ১৯৪ রান করে ফরচুন বরিশাল। প্রথম ম্যাচের ধারাবাহিকতা ধরে রেখে গতকালও দারুণ বোলিং করেন মাশরাফি। প্রথম ম্যাচে উইকেট নিয়েছিলেন ১টি।

রনি প্রথম দিন ২১৬.১৯ স্ট্রাইক রেটে ৬৭ রানের ইনিংসটি খেলেন। ৩১ বলের ইনিংসটিতে ছিল ১১ চার ও এক ছক্কা। হাফসেঞ্চুরি করেছিলেন ১৯ বলে। যা বিপিএলে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে দ্রুততম। বরিশালের সবচেয়ে বড় তারকা সাকিব। স্বাভাবিকভাবেই দলকে নেতৃত্ব দেওয়ার কথা বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডারের। তার ওপর বাংলাদেশ টি-২০ দলের অধিনায়ক তিনি।

শুরু থেকেই মেজাজি ব্যাটিং করতে থাকেন। প্রতিপক্ষ বোলারদের ওপর চড়াও হয়ে উইকেটের স্ট্রোকস খেলতে থাকেন। ২৬ বলে ৫০ রান করেন ৫ চার ও ৩ ছক্কায়। মাশরাফির বলে পয়েন্টে মোহাম্মদ আমিরের তালুবন্দি হওয়ার আগে ৬৭ রান করেন ৩২ বলে।

তবে সাকিবের দুরন্ত ব্যাটিংয়ের পরও সিলেট টানা দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে। ১৯৪ রানের লক্ষ্যে খেলতে নেমে কলিন অ্যাকারম্যান দলীয় ১ রানের মাথায় রান আউট হন। এরপর দ্বিতীয় উইকেট জুটিতে ৬৭ বলে ১০১ রান গড়েন শান্ত ও তৌহিদ হৃদয়। মূলত তাদেরই ব্যাটিং দৃঢ়তায় রান উৎসবের ম্যাচে সিলেট ৬ উইকেটে জয় পেয়েছে। দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে তারা এখন পয়েন্ট টেবিলের শীর্ষে। হৃদয় ৩৪ বলে ৫৫, শান্ত ৪০ বলে ৪৮, জাকির ১৮ বলে ৪৩, মুশফিক ১১ বলে ২৩ ও পেরেরা ৯ বলে ২০ রানের বিধ্বংসী ইনিংস খেলেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর